বুনো ভালুক দেখলে এমনিতে বেশ ভয়ানক প্রাণী মনে হতে পারে আপনার। মেজাজ খারাপ থাকলে সত্যি এরা বিপজ্জনক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভালুক নাম কামিয়েছে একেবারে বিচিত্র এক কারণে। সেটি মানুষের বাড়িতে ঢুকে মজাদার সব খাবার চুরির জন্য।
সম্প্রতি একটি বাড়িতে তার চুরি করে ঢোকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর যখন জানালা গলে বেরিয়ে আসে, তখন দেখা যায় ভালুকটির মুখে ঝুলছে ওরিও কুকিজের প্যাকেট।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ভিডিওটি ধারণ করা হয় ক্যালিফোর্নিয়ার মনরোভিয়ার ক্যানিয়ন ক্রেস্ট ড্রাইভ এরিয়ায়।
অবশ্য ভালুকটির এ ধরনের কাণ্ড-কীর্তির সঙ্গে ওই এলাকার বাসিন্দারা মোটামুটি পরিচিত। মিষ্টি খাবারের প্রতি এর বেশ দুর্বলতা আছে। মূলত মজাদার কোনো খাবারের আশাতেই এটি চুপি চুপি বিভিন্ন বাড়িতে হানা দেয়।
এলাকাটির বাসিন্দা ভিনা খোরি জানান, এখানকার বাসিন্দাদের কাছে এর নাম হয়ে গেছে এখন ‘ওরিও’। এটা কিছুদিন আগে তাঁর গ্যারেজে হানা দেয় ফ্রিজ থেকে চকলেট কেক চুরি করার জন্য।
‘এমনকি পর্দা দিয়েও একটি জানালা খোলা রাখার কথা ভাবতে পারি না আমি। ওটা পর্দা সরিয়েও এ কাজ করেছে আগে। তাই কিছুটা উদ্বেগের মধ্যেই থাকতে হয় আমাকে।’ কেএবিসি-টিভিকে বলেন খোরি।
বুনো ভালুক দেখলে এমনিতে বেশ ভয়ানক প্রাণী মনে হতে পারে আপনার। মেজাজ খারাপ থাকলে সত্যি এরা বিপজ্জনক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভালুক নাম কামিয়েছে একেবারে বিচিত্র এক কারণে। সেটি মানুষের বাড়িতে ঢুকে মজাদার সব খাবার চুরির জন্য।
সম্প্রতি একটি বাড়িতে তার চুরি করে ঢোকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর যখন জানালা গলে বেরিয়ে আসে, তখন দেখা যায় ভালুকটির মুখে ঝুলছে ওরিও কুকিজের প্যাকেট।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ভিডিওটি ধারণ করা হয় ক্যালিফোর্নিয়ার মনরোভিয়ার ক্যানিয়ন ক্রেস্ট ড্রাইভ এরিয়ায়।
অবশ্য ভালুকটির এ ধরনের কাণ্ড-কীর্তির সঙ্গে ওই এলাকার বাসিন্দারা মোটামুটি পরিচিত। মিষ্টি খাবারের প্রতি এর বেশ দুর্বলতা আছে। মূলত মজাদার কোনো খাবারের আশাতেই এটি চুপি চুপি বিভিন্ন বাড়িতে হানা দেয়।
এলাকাটির বাসিন্দা ভিনা খোরি জানান, এখানকার বাসিন্দাদের কাছে এর নাম হয়ে গেছে এখন ‘ওরিও’। এটা কিছুদিন আগে তাঁর গ্যারেজে হানা দেয় ফ্রিজ থেকে চকলেট কেক চুরি করার জন্য।
‘এমনকি পর্দা দিয়েও একটি জানালা খোলা রাখার কথা ভাবতে পারি না আমি। ওটা পর্দা সরিয়েও এ কাজ করেছে আগে। তাই কিছুটা উদ্বেগের মধ্যেই থাকতে হয় আমাকে।’ কেএবিসি-টিভিকে বলেন খোরি।
গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
২১ ঘণ্টা আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১১ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫অনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
১৬ মার্চ ২০২৫