Ajker Patrika

কিসের লোভে মানুষের ঘরে ঢুকে চুরি করে ভালুকটি

আপডেট : ৩০ মে ২০২৪, ১২: ৪২
কিসের লোভে মানুষের ঘরে ঢুকে চুরি করে ভালুকটি

বুনো ভালুক দেখলে এমনিতে বেশ ভয়ানক প্রাণী মনে হতে পারে আপনার। মেজাজ খারাপ থাকলে সত্যি এরা বিপজ্জনক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভালুক নাম কামিয়েছে একেবারে বিচিত্র এক কারণে। সেটি মানুষের বাড়িতে ঢুকে মজাদার সব খাবার চুরির জন্য।

সম্প্রতি একটি বাড়িতে তার চুরি করে ঢোকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর যখন জানালা গলে বেরিয়ে আসে, তখন দেখা যায় ভালুকটির মুখে ঝুলছে ওরিও কুকিজের প্যাকেট।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

ভিডিওটি ধারণ করা হয় ক্যালিফোর্নিয়ার মনরোভিয়ার ক্যানিয়ন ক্রেস্ট ড্রাইভ এরিয়ায়।

অবশ্য ভালুকটির এ ধরনের কাণ্ড-কীর্তির সঙ্গে ওই এলাকার বাসিন্দারা মোটামুটি পরিচিত। মিষ্টি খাবারের প্রতি এর বেশ দুর্বলতা আছে। মূলত মজাদার কোনো খাবারের আশাতেই এটি চুপি চুপি বিভিন্ন বাড়িতে হানা দেয়।

এলাকাটির বাসিন্দা ভিনা খোরি জানান, এখানকার বাসিন্দাদের কাছে এর নাম হয়ে গেছে এখন ‘ওরিও’। এটা কিছুদিন আগে তাঁর গ্যারেজে হানা দেয় ফ্রিজ থেকে চকলেট কেক চুরি করার জন্য।

‘এমনকি পর্দা দিয়েও একটি জানালা খোলা রাখার কথা ভাবতে পারি না আমি। ওটা পর্দা সরিয়েও এ কাজ করেছে আগে। তাই কিছুটা উদ্বেগের মধ্যেই থাকতে হয় আমাকে।’ কেএবিসি-টিভিকে বলেন খোরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত