অনলাইন ডেস্ক
দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।
গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’
প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’
এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’
এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’
দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।
গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’
প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’
এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’
এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৯ ঘণ্টা আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
২ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৩ দিন আগেমাহমুদের ভাষার প্রতি আগ্রহ শুরু হয় শৈশবেই। তাঁর বাবার শিলবি মোঝিপ্রিয়ানও ১৬টি ভাষায় পারদর্শী। কগনিটিভ সাইকোলজিতে পিএইচডিসহ বেশ কয়েকটি ডিগ্রি রয়েছে তাঁর। শিলবি কর্মসূত্রে ইসরায়েল, স্পেনসহ বিভিন্ন দেশে ভাষাগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
৮ দিন আগে