অনলাইন ডেস্ক
দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।
গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’
প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’
এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’
এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’
দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।
গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’
প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’
এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’
এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১৭ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে