Ajker Patrika

বিএনপির গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের শামিল: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ২৩
বিএনপির গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের শামিল: শেখ পরশ

বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, এর আগে খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের শামিল। তাদের এ দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। 

আজ বুধবার রাজধানীর মহাখালীর আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পরশ। 

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘গতকাল (মঙ্গলবার) দেখলাম যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরত গিয়েছেন। অত্যন্ত আনন্দের কথা। আমরা তাঁর পরিপূর্ণ সুস্বাস্থ্য কামনা করি। আমাদের বিশ্বাস ছিল যে তিনি সুস্থ হয়ে উঠবেন, কারণ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালেই তাঁর চিকিৎসা হচ্ছিল এবং তাঁর অসুস্থতার চিকিৎসা বাংলাদেশেই হওয়া সম্ভব বলে আমাদের বিশ্বাস ছিল।’ 

পরশ বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে করোনার সময় তারা যেই অবান্তর ও অযৌক্তিক আন্দোলন-সংগ্রাম করল এবং তাঁর অসুস্থতা নিয়ে যেই অপরাজনীতি করল সেটার নিন্দা করার রুচি আমাদের নাই। রাজনীতি করার অনেক বিষয় আছে, কারও অসুস্থতা নিয়ে রাজনীতি কখনোই কাম্য না। গণমানুষের অধিকার নিয়ে রাজনীতি করেন, মৌলিক চাহিদা নিয়ে রাজনীতি করেন তাহলে বুঝব আপনাদের গ্রহণযোগ্য ইস্যু আছে। কোনো ব্যক্তিস্বার্থ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন সেটা কখনোই গ্রহণযোগ্য রাজনীতি না।’ 

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি চক্র দেশকে নিয়ে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে, এ দেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে। মনে রাখবেন কোনো ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনা মাথা নত করে না। কারণ, শেখ হাসিনার পাশে আছে বাংলার মা, বাংলার বোন, বাংলার ভাই। জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার যুবসমাজ আজ ঐক্যবদ্ধ।’ 

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত