Ajker Patrika

হাই-টেক পার্কে বড় কাজ পেল ভারতের লারসেন অ্যান্ড টুব্রো

হাই-টেক পার্কে বড় কাজ পেল ভারতের লারসেন অ্যান্ড টুব্রো

ভারতীয় এক্সিম ব্যাংকের অর্থায়নে বাংলাদেশে নির্মিত হচ্ছে হাই-টেক পার্ক। আর এসব পার্ক নির্মাণের কাজ পেয়েছে ভারতীয় আরেক নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা লাইভমিন্ট-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির নথিপত্রে জানা গেছে, এলঅ্যান্ডটির নির্মাণ শাখা বাংলাদেশের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে দুই প্যাকেজে আটটি স্থানে হাই-টেক আইটি পার্ক নির্মাণের জন্য কাজ পেয়েছে। 

এই প্রকল্পটিতে ঋণ দিচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংক। বাংলাদেশে এই প্রথম আইটি এবং অফিস স্পেস নির্মাণের অর্ডার পেল এলঅ্যান্ডটি। 

প্রকল্পগুলোতে কাজের ধরনের মধ্যে প্রধান হলো— সাততলা বিশিষ্ট ইস্পাতের ভবন নির্মাণ ও কেনাকাটা। আটটি স্থানের প্রতিটির আয়তন হবে ১২ লাখ বর্গফুট। পুরো অবকাঠামোর যাবতীয় কাজ করবে লারসেন অ্যান্ড টুব্রো। 

প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে—রংপুর, নাটোর, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, গোপালগঞ্জ এবং বরিশাল জেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত