Ajker Patrika

২০২৪ সালে টেসলার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক 

প্রযুক্তি ডেস্ক
২০২৪ সালে টেসলার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক 

বৈদ্যুতিক গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান টেসলার জন্য ব্যাপক হারে জাপানের একটি প্ল্যান্টে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক করপোরেশন। সোমবার এক বিবৃতিতে প্যানাসনিক জানিয়েছে, ২০২৪ সালের মার্চের শেষে তাদের এই কার্যক্রম শুরু হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক গত অক্টোবরে ৪৬৮০ মডেলের একটি ব্যাটারি তৈরি করেছে। যা টেসলাকে সরবরাহ করা বর্তমান ব্যাটারিগুলোর চেয়ে প্রায় পাঁচ গুণ বড়। এই ব্যাটারির সংযোজন টেসলার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন খরচ বেশ কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। 

নতুন ব্যাটারির এই পাওয়ার প্যাকটি বৈদ্যুতিক গাড়ির পরিসর উন্নত করবে বলেও আশা করা হচ্ছে। 

ব্যাটারি তৈরির জন্য পশ্চিম জাপানের ওয়াকায়ামা এক কারখানায় এই উৎপাদন কার্যক্রম শুরু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্যানাসনিক। 

তবে নতুন এই প্ল্যান্টে কত খরচ হবে তা প্যানাসনিক না জানালেও, জাপানের নিক্কেই সংবাদপত্র এক প্রতিবেদনে জানিয়েছিল এ কার্যক্রমে ৬৯২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত