Ajker Patrika

কাগজের অভাবে শ্রীলঙ্কার স্কুলে পরীক্ষা বন্ধ

কাগজের অভাবে শ্রীলঙ্কার স্কুলে পরীক্ষা বন্ধ

দ্বীপ দেশ শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি এতটাই ভয়াবহ যে—এবার কাগজের অভাবে দেশটির স্কুলের পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের মতে, শ্রীলঙ্কা পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে লক্ষাধিক মাধ্যমিক স্কুল শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের অভাবে রাজধানী কলম্বোয় পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাগজ ফুরিয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার শিক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার থেকে শুরু হতে যাওয়া আগামী এক সপ্তাহের জন্য নির্ধারিত পরীক্ষাগুলো কাগজের তীব্র ঘাটতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তাঁরা আরও জানিয়েছে, ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। 

শিক্ষা বিভাগ জানিয়েছে, ‘প্রায় ৬০ লাখ বাসিন্দার ওই প্রদেশের স্কুলের অধ্যক্ষরা কোনো পরীক্ষাই নিতে পারবেন না কারণ প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ করতে করতে অক্ষম।’ 

দেশটিতে মাধ্যমিক বিভাগের নবম, দশম ও একাদশ শ্রেণির টার্ম পরীক্ষাগুলো বছর শেষে নেওয়া হয়। শিক্ষার্থীদের পরবর্তী গ্রেডে উন্নীত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পরীক্ষাগুলো টার্ম পরীক্ষাসহ ক্রমাগত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। 

শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ফলে দেশটিতে খাদ্য, জ্বালানি এবং ওষুধের ওপর সংকট দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত