Ajker Patrika

যেখানেই প্রতিবাদ, সেখানেই সরকার ঝাঁপিয়ে পড়েছে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেখানেই প্রতিবাদ, সেখানেই সরকার ঝাঁপিয়ে পড়েছে: খন্দকার মোশাররফ

চাঁদাবাজির কারণে নিউমার্কেটে সহিংস ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের ছত্রচ্ছায়ায় থাকা লোকেদের এই চাঁদাবাজিকে প্রতিরোধ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নিউমার্কেটের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি ও নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। পূর্বঘোষণা অনুযায়ী দেশের সব মহানগরে এই কর্মসূচি পালন করে বিএনপি। 

প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ বলেন, ‘যেখানেই প্রতিবাদ, সেখানেই এই সরকার ঝাঁপিয়ে পড়েছে। বানোয়াট মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে।’

ছাত্রলীগের চাঁদাবাজির কারণে এই ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘নিউমার্কেটের দোকানিরা প্রতিরোধ গড়ে তুলেছে। এই প্রতিরোধকে দমন করতে তারা হত্যা করেছে, গ্রেপ্তার করেছে, মামলা করেছে।’ 

তিনি আরও বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় দায় না থাকলেও বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর যারা প্রকৃত অপরাধী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ 

খন্দকার মোশাররফ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত রামদা হাতে হেলমেটধারীরা এখন চিহ্নিত। অথচ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’ এই অবস্থায় সরকার পতনের বিকল্প নাই উল্লেখ করে গণ আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের প্রতিবাদের জায়গা শুধু প্রেসক্লাব নয়; ঢাকা শহরের কমপক্ষে শতাধিক গুরুত্বপূর্ণ এলাকা আছে সেখানেও প্রতিবাদ করতে হবে। এই আন্দোলন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে হবে। বড় রাস্তা, ছোট রাস্তা, অলিগলি পাড়া মহল্লায় ছড়িয়ে দিতে হবে। সব জায়গায় প্রতিবাদের ঝড় তুলতে হবে। তা না হলে যে লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তা দুরূহ হবে।’ 

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু। ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, মীর সরাফৎ আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব, আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, কৃষকদলের হাসান জাফির তুহিন প্রমুখ অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত