Ajker Patrika

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১১: ০২
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪)। সে সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে। 

এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই মো. হাসিনুর রহমান বলেন, রোববার সকালে তাড়াশ থেকে তাঁর চাচা মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে শ্রেয়সী ছিটকে পড়ে যায়। সে সময় শ্রেয়সীর মাথার ওপর দিয়ে হানিফ পরিবহনের একটি বাস চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। 

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, শ্রেয়সীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত