বাংলার বেহুলা আর ট্রয়ের হেলেনের গল্প আমাদের কাছে এসেছে কেন? গুণের জন্য তো বটেই। বড় কারণ রূপ। দুজনই ছিলেন রূপবতী। তাঁদের চুল, ত্বক, দাঁত, চোখের বর্ণনা যা দেওয়া হয়েছে, তা অসাধারণ। তাঁদের এই রূপ কিন্তু রূপচর্চার রাসায়নিক দ্রব্যের কারণে নয়, প্রাকৃতিক দ্রব্যের কারণেই। এখন দিন বদলেছে। চারদিকে রাসায়নিক পণ্যের ছড়াছড়ি।
আর সেসব পণ্যে থাকা সোডিয়াম ক্লোরাইড, ফরমালডিহাইড, অ্যালকোহল, অ্যামোনিয়ামসহ আরও অনেক রাসায়নিক উপাদান চুল ও ত্বকের ময়লা ও বাড়তি তেল অপসারণের সঙ্গে সঙ্গে ত্বক ও মাথার ত্বকে যে প্রাকৃতিক তেল আপনা-আপনিই তৈরি হয়, তা-ও তুলে নেয়। তবে স্বীকার করতে হয় যে এ সময়ে এসে রাসায়নিক উপাদানে তৈরি সব সৌন্দর্যপণ্যকে একবারেই না বলা সম্ভব নয়। তবে ত্বক ও চুলের যত্নে আমরা প্রকৃতি প্রদত্ত উপকরণকেও রাখতে পারি একটু গুরুত্ব দিয়ে।
চুলের যত্নে
চুলের যত্নে কয়েকটি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা যেতে পারে।
মসুর ডালবাটা
মাথার ত্বকসহ পুরো চুল পরিষ্কার করতে মসুর ডাল খুব ভালো কাজ করে। মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেটে নিতে হবে। এরপর তার সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রেখে দিন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ডাল ভেজানো পানি দিয়েও চুল পরিষ্কার করা যায়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
অ্যালোভেরা
অ্যালোভেরা বা ঘৃতকুমারীকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক। চুল নরম ও আর্দ্র রাখতেও এর জুড়ি নেই। ভেজা চুলে ও মাথার ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ঠিক যে নিয়মে শ্যাম্পু করেন আপনি। এটি চুল মজবুত করে।
নারকেল তেল
নারকেল তেলে রয়েছে ভিটামিন ই ও কে। ডিপ কন্ডিশনিংয়ের জন্য নারকেল তেল চুলে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। সহনীয় মাত্রার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে পুরো চুল পেঁচিয়ে রেখে দিন ২০ মিনিট। এরপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে বেশির ভাগ জনপ্রিয় ব্র্যান্ডের নারকেল তেলে রাসায়নিক উপাদান থাকে। সে ক্ষেত্রে নারকেল তেল বাড়িতেই বানিয়ে নিতে পারেন কিংবা বাড়িতে বানানো নারকেল তেল কিনে ব্যবহার করতে পারেন।
ডিম
ডিমের কুসুম ফেটে মাথার ভেজা ত্বকে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঝরঝরে ভাব আসতে তার সঙ্গে সাদা ভিনেগার মেশানো যেতে পারে। প্রোটিন ট্রিটমেন্টের জন্য ডিম বেশ ভালো কাজ করে।
ত্বকের যত্নে
সাবানের ক্ষার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে দেয়। তাই ত্বক পরিষ্কারের জন্য পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা নিরাপদ।
মুলতানি মাটি
ত্বকের লোমকূপ থেকে ধুলো-ময়লা দূর করে মুলতানি মাটি। এটি ত্বক ঠান্ডা রাখে। ফলে ব্রণ হয় না ও ত্বকের লালচে ভাব দূর হয়। মুলতানি মাটির সঙ্গে গোলাপজল, টকদই, আপেল সিডার ভিনেগার ও পরিমিত পরিমাণে পানি মিশিয়ে লাগালে ত্বক পরিষ্কার থাকে।
টকদই
টকদই ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে ও ত্বকের মরা কোষ ঝরাতে সহায়তা করে। সাবানের বিকল্প হিসেবে এটি ত্বকে ব্যবহার করা যায়। চালের গুঁড়োর সঙ্গে টকদই ও হলুদবাটা মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে ত্বক পরিষ্কার, কোমল ও উজ্জ্বল হয়।
বিভিন্ন রকম ফল ও সবজি
শসা, টমেটো, পেঁপে, লেবু ইত্যাদি ত্বক পরিচ্ছন্ন রাখতে ও আর্দ্র রাখতে সহায়তা করে। এগুলো ত্বকের মরা কোষ ঝরিয়ে দেয়। ফলে লোমকূপ পরিচ্ছন্ন থাকে। এতে ত্বকে অনেক বেশি অক্সিজেন প্রবেশ করে।
মধু
কাঁচা মধু সরাসরি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে তোয়ালে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক ভালো থাকে। এ ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে স্নান করলে আরাম পাওয়া যায়।
কাঁচা দুধ
ত্বক যদি খুব বেশি শুষ্ক হয় তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচা দুধে তুলা ভিজিয়ে পুরো মুখে বুলিয়ে নিন। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কাঁচা দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এ ছাড়া এটি ত্বক নরম, কোমল ও উজ্জ্বল করে তোলে। জেনে রাখা ভালো, প্রতিদিন ত্বকে কাঁচা দুধ ব্যবহার করলে রোদে পোড়া ভাবও কমে আসে।
সূত্র: প্ল্যানেট এসেনশিয়াল
বাংলার বেহুলা আর ট্রয়ের হেলেনের গল্প আমাদের কাছে এসেছে কেন? গুণের জন্য তো বটেই। বড় কারণ রূপ। দুজনই ছিলেন রূপবতী। তাঁদের চুল, ত্বক, দাঁত, চোখের বর্ণনা যা দেওয়া হয়েছে, তা অসাধারণ। তাঁদের এই রূপ কিন্তু রূপচর্চার রাসায়নিক দ্রব্যের কারণে নয়, প্রাকৃতিক দ্রব্যের কারণেই। এখন দিন বদলেছে। চারদিকে রাসায়নিক পণ্যের ছড়াছড়ি।
আর সেসব পণ্যে থাকা সোডিয়াম ক্লোরাইড, ফরমালডিহাইড, অ্যালকোহল, অ্যামোনিয়ামসহ আরও অনেক রাসায়নিক উপাদান চুল ও ত্বকের ময়লা ও বাড়তি তেল অপসারণের সঙ্গে সঙ্গে ত্বক ও মাথার ত্বকে যে প্রাকৃতিক তেল আপনা-আপনিই তৈরি হয়, তা-ও তুলে নেয়। তবে স্বীকার করতে হয় যে এ সময়ে এসে রাসায়নিক উপাদানে তৈরি সব সৌন্দর্যপণ্যকে একবারেই না বলা সম্ভব নয়। তবে ত্বক ও চুলের যত্নে আমরা প্রকৃতি প্রদত্ত উপকরণকেও রাখতে পারি একটু গুরুত্ব দিয়ে।
চুলের যত্নে
চুলের যত্নে কয়েকটি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা যেতে পারে।
মসুর ডালবাটা
মাথার ত্বকসহ পুরো চুল পরিষ্কার করতে মসুর ডাল খুব ভালো কাজ করে। মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেটে নিতে হবে। এরপর তার সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রেখে দিন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ডাল ভেজানো পানি দিয়েও চুল পরিষ্কার করা যায়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
অ্যালোভেরা
অ্যালোভেরা বা ঘৃতকুমারীকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক। চুল নরম ও আর্দ্র রাখতেও এর জুড়ি নেই। ভেজা চুলে ও মাথার ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ঠিক যে নিয়মে শ্যাম্পু করেন আপনি। এটি চুল মজবুত করে।
নারকেল তেল
নারকেল তেলে রয়েছে ভিটামিন ই ও কে। ডিপ কন্ডিশনিংয়ের জন্য নারকেল তেল চুলে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। সহনীয় মাত্রার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে পুরো চুল পেঁচিয়ে রেখে দিন ২০ মিনিট। এরপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে বেশির ভাগ জনপ্রিয় ব্র্যান্ডের নারকেল তেলে রাসায়নিক উপাদান থাকে। সে ক্ষেত্রে নারকেল তেল বাড়িতেই বানিয়ে নিতে পারেন কিংবা বাড়িতে বানানো নারকেল তেল কিনে ব্যবহার করতে পারেন।
ডিম
ডিমের কুসুম ফেটে মাথার ভেজা ত্বকে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঝরঝরে ভাব আসতে তার সঙ্গে সাদা ভিনেগার মেশানো যেতে পারে। প্রোটিন ট্রিটমেন্টের জন্য ডিম বেশ ভালো কাজ করে।
ত্বকের যত্নে
সাবানের ক্ষার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে দেয়। তাই ত্বক পরিষ্কারের জন্য পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা নিরাপদ।
মুলতানি মাটি
ত্বকের লোমকূপ থেকে ধুলো-ময়লা দূর করে মুলতানি মাটি। এটি ত্বক ঠান্ডা রাখে। ফলে ব্রণ হয় না ও ত্বকের লালচে ভাব দূর হয়। মুলতানি মাটির সঙ্গে গোলাপজল, টকদই, আপেল সিডার ভিনেগার ও পরিমিত পরিমাণে পানি মিশিয়ে লাগালে ত্বক পরিষ্কার থাকে।
টকদই
টকদই ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে ও ত্বকের মরা কোষ ঝরাতে সহায়তা করে। সাবানের বিকল্প হিসেবে এটি ত্বকে ব্যবহার করা যায়। চালের গুঁড়োর সঙ্গে টকদই ও হলুদবাটা মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে ত্বক পরিষ্কার, কোমল ও উজ্জ্বল হয়।
বিভিন্ন রকম ফল ও সবজি
শসা, টমেটো, পেঁপে, লেবু ইত্যাদি ত্বক পরিচ্ছন্ন রাখতে ও আর্দ্র রাখতে সহায়তা করে। এগুলো ত্বকের মরা কোষ ঝরিয়ে দেয়। ফলে লোমকূপ পরিচ্ছন্ন থাকে। এতে ত্বকে অনেক বেশি অক্সিজেন প্রবেশ করে।
মধু
কাঁচা মধু সরাসরি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে তোয়ালে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক ভালো থাকে। এ ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে স্নান করলে আরাম পাওয়া যায়।
কাঁচা দুধ
ত্বক যদি খুব বেশি শুষ্ক হয় তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচা দুধে তুলা ভিজিয়ে পুরো মুখে বুলিয়ে নিন। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কাঁচা দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এ ছাড়া এটি ত্বক নরম, কোমল ও উজ্জ্বল করে তোলে। জেনে রাখা ভালো, প্রতিদিন ত্বকে কাঁচা দুধ ব্যবহার করলে রোদে পোড়া ভাবও কমে আসে।
সূত্র: প্ল্যানেট এসেনশিয়াল
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিবছর বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাপী জরিপ চালায়। তাদের জরিপের ভিত্তিতে ‘ইন্টার ন্যাশনস’ নামক একটি প্রতিষ্ঠান বিশ্বের বন্ধুত্বপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে। বিদেশে স্থানান্তরিত হওয়া মানুষ ও বিদেশি পর্যটকদের দৃষ্টিকোণ থেকে এই দেশগুলোকে তালিকাবদ্ধ করা হয়...
২ মিনিট আগেসপ্তম শতকের আরব বেদুইন কবি কায়েস ইবনে আল-মুলাওয়াহ ও তাঁর প্রেমিকা লাইলি বিনতে মাহদির প্রেমকাহিনি ‘লাইলি ও মজনু’। এটি বিশ্বের অন্যতম করুণ ও বিখ্যাত প্রেমগাথা হিসেবে পরিচিত। গল্পটি আরব উপদ্বীপে উদ্ভূত হয়ে বিভিন্ন যুগে নানা সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেএকে তো ভীষণ গরম পড়েছে। তার ওপর ডিহাইড্রেশন দূর্বল করে দিচ্ছে শরীর। এসময় শরীরে পর্যাপ্ত পানির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রোবায়োটিকের। আর প্রোয়বায়োটিক হিসেবে দইয়ের তুলনা হয় না। বাড়িতেই টক বা মিষ্টি দই দিয়ে লাচ্ছি তো প্রায়ই বানাচ্ছেন। কিন্তু রোজ কি একই রকম লাচ্ছি খেতে কারও ভাল লাগে? মাঝে মাঝে...
২ ঘণ্টা আগেনানা কারণে লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিভারের বিষ হলো অ্যালকোহল—এটি খুব প্রতিষ্ঠিত তথ্য, তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাইরাস সংক্রমণ, ওষুধ এবং পরিবেশগত বিষাক্ত পদার্থও লিভারের ক্ষতির কারণ হতে পারে। এই কারণগুলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, ফাইব্রোসিস বা এমনক
২ দিন আগে