হতাশা প্রকাশে কোর্টে র্যাকেট ছুড়ে মারার ঘটনা টেনিস কোর্টে নতুন কিছু নয়। বিশেষ করে ছেলেদের ম্যাচে তো এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। এই চেনা দৃশ্যেই এবার ঘটল বিপত্তি। ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ চলাকালীন হতাশায় কোর্টে র্যাকেট ছুড়ে মারেন রোমানিয়ান তারকা ইরিনা ক্যামেলিয়া বেগু। র্যাকেটটি আচমকা লাফিয়ে উঠে গ্যালারিতে বসা এক খুদে দর্শকের মাথায় গিয়ে লাগে। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
খুদে দর্শক মাথায় আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে শুরু করে। বেগু নিজেও হতভম্ব হয়ে যান। পরিস্থিতি বুঝে আম্পায়ারও সাময়িক বন্ধ করে দেন ম্যাচ। ম্যাচ শেষে ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথা বলেন বেগু। তার সঙ্গে ছবিও তোলেন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র্যাকেট দিয়ে কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। সবার কাছে ক্ষমা চাইছি ।’
ফ্রেঞ্চ ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিপক্ষে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র্যাকেট ছুড়ে মারেন কোর্টে। সেটিই গিয়ে ওই খুদে সমর্থকের মাথায় লাগে। পরে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রেখে আবারও ম্যাচ শুরু করার নির্দেশ দেন আম্পায়ার। শেষ পর্যন্ত অবশ্য নিজের স্বাভাবিক খেলাটা খেলেই রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান বেগু। ম্যাচ জিতলেও শাস্তির হাত থেকে রেহাই পাননি। তাঁকে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।
এই ঘটনা মানতে পারছে না বেগুর প্রতিপক্ষ, সমর্থক সবাই। তারা পাল্টা প্রশ্ন ছুড়েছেন, বল দিয়ে লাইন জাজকে আঘাত করার অপরাধে ২০২০ ইউএস ওপেন থেকে নোভাক জোকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়েছিল। তাহলে এবার বেগুকে কেন প্রতিযোগিতায় খেলতে দেওয়া হচ্ছে! এমনকি, জার্মানির আলেকজান্ডার জেরেভকেও গত ফেব্রুয়ারিতে আকাপুলকো ওপেন থেকে বের করে দেওয়া হয়। কারণ, তিনি বারবার র্যাকেট দিয়ে আম্পায়ারের চেয়ারে মেরেছিলেন।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
হতাশা প্রকাশে কোর্টে র্যাকেট ছুড়ে মারার ঘটনা টেনিস কোর্টে নতুন কিছু নয়। বিশেষ করে ছেলেদের ম্যাচে তো এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। এই চেনা দৃশ্যেই এবার ঘটল বিপত্তি। ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ চলাকালীন হতাশায় কোর্টে র্যাকেট ছুড়ে মারেন রোমানিয়ান তারকা ইরিনা ক্যামেলিয়া বেগু। র্যাকেটটি আচমকা লাফিয়ে উঠে গ্যালারিতে বসা এক খুদে দর্শকের মাথায় গিয়ে লাগে। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
খুদে দর্শক মাথায় আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে শুরু করে। বেগু নিজেও হতভম্ব হয়ে যান। পরিস্থিতি বুঝে আম্পায়ারও সাময়িক বন্ধ করে দেন ম্যাচ। ম্যাচ শেষে ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথা বলেন বেগু। তার সঙ্গে ছবিও তোলেন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র্যাকেট দিয়ে কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। সবার কাছে ক্ষমা চাইছি ।’
ফ্রেঞ্চ ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিপক্ষে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র্যাকেট ছুড়ে মারেন কোর্টে। সেটিই গিয়ে ওই খুদে সমর্থকের মাথায় লাগে। পরে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রেখে আবারও ম্যাচ শুরু করার নির্দেশ দেন আম্পায়ার। শেষ পর্যন্ত অবশ্য নিজের স্বাভাবিক খেলাটা খেলেই রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান বেগু। ম্যাচ জিতলেও শাস্তির হাত থেকে রেহাই পাননি। তাঁকে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।
এই ঘটনা মানতে পারছে না বেগুর প্রতিপক্ষ, সমর্থক সবাই। তারা পাল্টা প্রশ্ন ছুড়েছেন, বল দিয়ে লাইন জাজকে আঘাত করার অপরাধে ২০২০ ইউএস ওপেন থেকে নোভাক জোকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়েছিল। তাহলে এবার বেগুকে কেন প্রতিযোগিতায় খেলতে দেওয়া হচ্ছে! এমনকি, জার্মানির আলেকজান্ডার জেরেভকেও গত ফেব্রুয়ারিতে আকাপুলকো ওপেন থেকে বের করে দেওয়া হয়। কারণ, তিনি বারবার র্যাকেট দিয়ে আম্পায়ারের চেয়ারে মেরেছিলেন।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে...
৬ ঘণ্টা আগেপুরোনো অ্যাঙ্কেলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই পেসারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্রামই নয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে পাঠাল তারা। আজ রাত ৮টায় লন্ডনের বিমান ধরেছেন তাসকিন।
৬ ঘণ্টা আগেকোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারে কিছুটা খুশি হওয়ার কথা ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। দুঃসময় পার করা ব্রাজিলের ডাগআউটে প্রথম পছন্দ এখন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত এ ইতালিয়ান কোচের চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর আশঙ্কা জেগেছে লস
৭ ঘণ্টা আগে