Ajker Patrika

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে বিদায় করে ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে বিদায় করে ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

প্লে-অফে স্কটল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। অপেক্ষা ছিল কেবল ওয়েলসকে হারানোর। তবে শেষ পর্যন্ত সেই আশাটা পূরণ হচ্ছে না তাদের। প্লে অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে হেরেই গেল ইউক্রেন। ১-০ গোলের এই হারে শেষ গেছে দেশটির বিশ্বকাপ খেলার‍ স্বপ্ন। 

বিশ্বকাপের যাওয়ার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে ইউক্রেন। আক্রমণ ও সুযোগ তৈরিতেও প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল তারা। ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ২২টি শট নিয়ে গোলের দেখা পায়নি ইউক্রেন। ৩৪ মিনিটে ইয়ারমোলেঙ্কোর আত্মঘাতী গোলের সুবাদে ইউক্রেনকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলা স্বপ্নপূরণ করে ওয়েলস। এই জয়ে ১৯৫৮ সালের পর বিশ্বকাপের টিকিট পেল ওয়েলস।

এই ম্যাচে ওয়েলশের জয়ের নায়ক গোলরক্ষক ওয়েইন হেনেসেই। ইউক্রেনের ৯টি শট ঠেকিয়েছেন তিনি। যা কি না ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে গোল না করেও কোনো দলের সর্বোচ্চ লক্ষ্যে শট।

ম্যাচের পর দুই পক্ষই ভেসেছে কান্নায়। ওয়েলস শিবিরে কান্না ছিল ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার আর ইউক্রেনীয়দের কান্না ছিল এত কাছে গিয়েও বিশ্বকাপে যেতে না পারার। বিশ্বকাপে খেলে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে একটু হাসি ফিরিয়ে দিতে চেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সে আশা আর পূরণ হলো না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত