ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়ে নতুন এক ঘটনার জন্ম দিল ভারত। একই সিরিজে তারা টেস্ট খেলতে গেছে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে। টেস্ট সিরিজে এক অংশ তারা খেলেছিল কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির অধীনে। পরের অংশ খেলার জন্য এবার গেল নতুন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। একই অবস্থা ইংল্যান্ড দলেরও। তারাও বাকি অংশ খেলবে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে।
এমন ঘটনার পেছনে অবশ্য করোনার মুখ্য ভূমিকা আছে। ভারত ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাঁচ টেস্টের সিরিজ খেলতে। ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে আসতে হয় তাদের। সে সফরের ভারতীয় দলের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী ও কোহলি। তবে প্রথম ম্যাচ খেলে কোহলি দেশে ফিরে আসলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন অজিঙ্কা রাহানে। এরপরও সিরিজ শেষ না করে ফিরে আসতে হয় ভারতকে। সিরিজে ভারত তখন এগিয়ে ছিল ২-১ ব্যবধানে।
এরপর নানা উত্থান-পতনে বদলে গেছে ভারতীয় দলের চিত্র। যার ফলে সিরিজের শেষ টেস্টটি ভারত খেলতে গেছে নতুন কোচ ও অধিনায়কের অধীনে। এ সফরের নেতৃত্ব এখন দ্রাবিড়-রোহিত জুটির কাঁধে। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ড দলও খেলবে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে। প্রথমাংশ খেলার সময় তাদের কোচের দায়িত্বে ছিলেন ক্রিস সিলভারউড আর অধিনায়ক ছিলেন জো রুট। আর এখন নতুন কোচ হিসেবে আসছেন ব্র্যান্ডন ম্যাককালাম আর অধিনায়ক থাকবেন বেন স্টোকস।
শাস্ত্রী-কোহলির দল
কোহলি (অধিনায়ক), রোহিত, রাহানে, অশ্বিন, বুমরা, জাদেজা, শামি, পন্ত, শার্দুল, সিরাজ, রাহুল, পূজারা, ঋদ্ধিমান, গিল, উমেশ, হনুমা, ইশান্ত, মায়াঙ্ক, অক্ষর, অভিমন্যু, পৃথ্বী, সূর্যকুমার, ওয়াশিংটন।
দ্রাবিড়-রোহিতের দল
রোহিত (অধিনায়ক), কোহলি, শ্রেয়াস, অশ্বিন (করোনা পজিটিভ), বুমরা, জাদেজা, শামি, সিরাজ, পন্ত, শার্দুল, পূজারা, গিল, ভরত, উমেশ, হনুমা, কৃষ্ণা।
ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়ে নতুন এক ঘটনার জন্ম দিল ভারত। একই সিরিজে তারা টেস্ট খেলতে গেছে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে। টেস্ট সিরিজে এক অংশ তারা খেলেছিল কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির অধীনে। পরের অংশ খেলার জন্য এবার গেল নতুন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। একই অবস্থা ইংল্যান্ড দলেরও। তারাও বাকি অংশ খেলবে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে।
এমন ঘটনার পেছনে অবশ্য করোনার মুখ্য ভূমিকা আছে। ভারত ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাঁচ টেস্টের সিরিজ খেলতে। ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে আসতে হয় তাদের। সে সফরের ভারতীয় দলের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী ও কোহলি। তবে প্রথম ম্যাচ খেলে কোহলি দেশে ফিরে আসলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন অজিঙ্কা রাহানে। এরপরও সিরিজ শেষ না করে ফিরে আসতে হয় ভারতকে। সিরিজে ভারত তখন এগিয়ে ছিল ২-১ ব্যবধানে।
এরপর নানা উত্থান-পতনে বদলে গেছে ভারতীয় দলের চিত্র। যার ফলে সিরিজের শেষ টেস্টটি ভারত খেলতে গেছে নতুন কোচ ও অধিনায়কের অধীনে। এ সফরের নেতৃত্ব এখন দ্রাবিড়-রোহিত জুটির কাঁধে। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ড দলও খেলবে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে। প্রথমাংশ খেলার সময় তাদের কোচের দায়িত্বে ছিলেন ক্রিস সিলভারউড আর অধিনায়ক ছিলেন জো রুট। আর এখন নতুন কোচ হিসেবে আসছেন ব্র্যান্ডন ম্যাককালাম আর অধিনায়ক থাকবেন বেন স্টোকস।
শাস্ত্রী-কোহলির দল
কোহলি (অধিনায়ক), রোহিত, রাহানে, অশ্বিন, বুমরা, জাদেজা, শামি, পন্ত, শার্দুল, সিরাজ, রাহুল, পূজারা, ঋদ্ধিমান, গিল, উমেশ, হনুমা, ইশান্ত, মায়াঙ্ক, অক্ষর, অভিমন্যু, পৃথ্বী, সূর্যকুমার, ওয়াশিংটন।
দ্রাবিড়-রোহিতের দল
রোহিত (অধিনায়ক), কোহলি, শ্রেয়াস, অশ্বিন (করোনা পজিটিভ), বুমরা, জাদেজা, শামি, সিরাজ, পন্ত, শার্দুল, পূজারা, গিল, ভরত, উমেশ, হনুমা, কৃষ্ণা।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে...
৪ ঘণ্টা আগেপুরোনো অ্যাঙ্কেলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই পেসারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্রামই নয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে পাঠাল তারা। আজ রাত ৮টায় লন্ডনের বিমান ধরেছেন তাসকিন।
৪ ঘণ্টা আগেকোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারে কিছুটা খুশি হওয়ার কথা ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। দুঃসময় পার করা ব্রাজিলের ডাগআউটে প্রথম পছন্দ এখন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত এ ইতালিয়ান কোচের চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর আশঙ্কা জেগেছে লস
৫ ঘণ্টা আগে