Ajker Patrika

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বাড়ালেন ইংলিশ

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বাড়ালেন ইংলিশ

জনি বেয়ারস্টোর মতোই যেন ঘটনা ঘটল জস ইংলিশের সঙ্গে। গলফ খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সিডনিতে বুধবার গলফ খেলতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন ইংলিশ। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাতে কিছুটা হলেও চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কেননা ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা। এই ম্যাচে হয়তো নাও খেলতে পারেন ইংলিশ। আর চোট বেশি গুরুতর হলে ইংলিশের বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে।

অস্ট্রেলিয়া ইংলিশকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। কারণ উইকেটের পেছনে ম্যাথু ওয়েড হচ্ছেন অজিদের প্রথম পছন্দ। কোনো কারণে যদি তিনি চোটে পড়েন বা কনকাশন বদলি দরকার হয়, তখন ইংলিশকে খেলানো হতে পারে।

এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলেছেন ইংলিশ। ২৭.৫০ গড়ে করেছেন ২২০ রান। স্ট্রাইকরেট ১৪১.০২ এবং সর্বোচ্চ ইনিংসটি ৪৮ রানের।

এর আগে গলফ গিয়ে পা ভেঙে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার বেয়ারস্টোর। এবার একই শঙ্কায় ইংলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত