জনি বেয়ারস্টোর মতোই যেন ঘটনা ঘটল জস ইংলিশের সঙ্গে। গলফ খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সিডনিতে বুধবার গলফ খেলতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন ইংলিশ। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাতে কিছুটা হলেও চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কেননা ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা। এই ম্যাচে হয়তো নাও খেলতে পারেন ইংলিশ। আর চোট বেশি গুরুতর হলে ইংলিশের বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়া ইংলিশকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। কারণ উইকেটের পেছনে ম্যাথু ওয়েড হচ্ছেন অজিদের প্রথম পছন্দ। কোনো কারণে যদি তিনি চোটে পড়েন বা কনকাশন বদলি দরকার হয়, তখন ইংলিশকে খেলানো হতে পারে।
এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলেছেন ইংলিশ। ২৭.৫০ গড়ে করেছেন ২২০ রান। স্ট্রাইকরেট ১৪১.০২ এবং সর্বোচ্চ ইনিংসটি ৪৮ রানের।
এর আগে গলফ গিয়ে পা ভেঙে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার বেয়ারস্টোর। এবার একই শঙ্কায় ইংলিশ।
জনি বেয়ারস্টোর মতোই যেন ঘটনা ঘটল জস ইংলিশের সঙ্গে। গলফ খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সিডনিতে বুধবার গলফ খেলতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন ইংলিশ। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাতে কিছুটা হলেও চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কেননা ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা। এই ম্যাচে হয়তো নাও খেলতে পারেন ইংলিশ। আর চোট বেশি গুরুতর হলে ইংলিশের বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়া ইংলিশকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। কারণ উইকেটের পেছনে ম্যাথু ওয়েড হচ্ছেন অজিদের প্রথম পছন্দ। কোনো কারণে যদি তিনি চোটে পড়েন বা কনকাশন বদলি দরকার হয়, তখন ইংলিশকে খেলানো হতে পারে।
এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলেছেন ইংলিশ। ২৭.৫০ গড়ে করেছেন ২২০ রান। স্ট্রাইকরেট ১৪১.০২ এবং সর্বোচ্চ ইনিংসটি ৪৮ রানের।
এর আগে গলফ গিয়ে পা ভেঙে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার বেয়ারস্টোর। এবার একই শঙ্কায় ইংলিশ।
কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারে কিছুটা খুশি হওয়ার কথা ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। দুঃসময় পার করা ব্রাজিলের ডাগআউটে প্রথম পছন্দ এখন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত এ ইতালিয়ান কোচের চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর আশঙ্কা জেগেছে লস
৬ মিনিট আগেগতির ঝড়ের পাশাপাশি বাউন্সার—আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের গত এক বছর ধরে এভাবেই ভড়কে দিচ্ছেন নাহিদ রানা। সিলেটে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছে জিম্বাবুয়েকে। তবে সিরিজ ধরে রাখার মিশনে বাংলাদেশ পাচ্ছে না ২২ বছর বয়সী এই পেসারকে।
৫ ঘণ্টা আগেকোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রুদিগার এবং তাঁর সতীর্থ লুকাস ভাসকেস। তাঁরা বদলি হয়ে ডাগ আউটে থেকেই রেফারির সিদ্ধান্তে তীব্র...
৫ ঘণ্টা আগে