অনিন্দ্য চৌধুরী অর্ণব
প্রযুক্তিগত উৎকর্ষের এ সময়ে এসেও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে অন্ধকার নামার আগেই ঘরে ফিরতে হয় সব কাজ শেষ করে। সভ্যতার এই বিকশিত সময়ে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ বলছে, বিশ্বের অন্তত ৮৪ কোটি মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত। এমন অবস্থায় কপালে ভাঁজ পড়ছে সবার। কারণ, জাতিসংঘের তথ্যমতে, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা ৭০ শতাংশ বাড়বে। সঙ্গে এ-ও অনুমান করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানির মজুত আগামী ৫২ বছরে কমে যাবে অনেকখানি। তাহলে উপায়?
কল্পবিজ্ঞানের কোনো গল্পের মতো শোনালেও এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে একটি ডিভাইস। এটি বিশেষভাবে কলম্বিয়ার ওয়াইয়ু আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। তারা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে বসবাস করে, যেখানে কলম্বিয়া ভেনেজুয়েলার সঙ্গে মিলিত হয়। ডিভাইসটির নকশা ওয়াইয়ু সম্প্রদায়ের মানুষ এবং সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহ্যকে ধারণ করে। এটি ওয়াইয়ুদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে সাজানো হয়েছে।
ডিভাইসটিতে সমুদ্র থেকে আধা লিটার নোনাপানি ভরে নেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে। একবার ভরে নিলে সেই পানিতেই আলো জ্বলবে টানা ৪৫ দিন। এই বিশেষ কারণ, কলম্বিয়ার ওয়ান্ডারম্যান থম্পসন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা প্রতিষ্ঠান ই-ডিনাকে ‘ওয়াটার লাইট’ নামের এই বৈপ্লবিক ডিভাইস বা যন্ত্র তৈরিতে উৎসাহ জুগিয়েছে।
ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ওয়াটার লাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল ৫ হাজার ৬০০ ঘণ্টার মতো। সব মিলিয়ে সমুদ্রতীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটার লাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি।
সৃজনশীলতার জন্য এ প্রযুক্তি জিতে নেয় ক্যানেস ইনোভেশন পুরস্কার।
সূত্র: ডিজেন, টাইম ম্যাগাজিন
প্রযুক্তিগত উৎকর্ষের এ সময়ে এসেও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে অন্ধকার নামার আগেই ঘরে ফিরতে হয় সব কাজ শেষ করে। সভ্যতার এই বিকশিত সময়ে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ বলছে, বিশ্বের অন্তত ৮৪ কোটি মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত। এমন অবস্থায় কপালে ভাঁজ পড়ছে সবার। কারণ, জাতিসংঘের তথ্যমতে, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা ৭০ শতাংশ বাড়বে। সঙ্গে এ-ও অনুমান করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানির মজুত আগামী ৫২ বছরে কমে যাবে অনেকখানি। তাহলে উপায়?
কল্পবিজ্ঞানের কোনো গল্পের মতো শোনালেও এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে একটি ডিভাইস। এটি বিশেষভাবে কলম্বিয়ার ওয়াইয়ু আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। তারা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে বসবাস করে, যেখানে কলম্বিয়া ভেনেজুয়েলার সঙ্গে মিলিত হয়। ডিভাইসটির নকশা ওয়াইয়ু সম্প্রদায়ের মানুষ এবং সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহ্যকে ধারণ করে। এটি ওয়াইয়ুদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে সাজানো হয়েছে।
ডিভাইসটিতে সমুদ্র থেকে আধা লিটার নোনাপানি ভরে নেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে। একবার ভরে নিলে সেই পানিতেই আলো জ্বলবে টানা ৪৫ দিন। এই বিশেষ কারণ, কলম্বিয়ার ওয়ান্ডারম্যান থম্পসন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা প্রতিষ্ঠান ই-ডিনাকে ‘ওয়াটার লাইট’ নামের এই বৈপ্লবিক ডিভাইস বা যন্ত্র তৈরিতে উৎসাহ জুগিয়েছে।
ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ওয়াটার লাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল ৫ হাজার ৬০০ ঘণ্টার মতো। সব মিলিয়ে সমুদ্রতীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটার লাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি।
সৃজনশীলতার জন্য এ প্রযুক্তি জিতে নেয় ক্যানেস ইনোভেশন পুরস্কার।
সূত্র: ডিজেন, টাইম ম্যাগাজিন
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
২৭ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
১ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
৩ ঘণ্টা আগেঅদূর ভবিষ্যতে নির্মাণশ্রমিকদের কাজের সঙ্গী হতে পারে ২০ ফুট উচ্চতার স্বয়ংক্রিয় এআই রোবট। কারণ নতুন রোবটটি ঝালাই, কাঠামো নির্মাণ এবং ৩ডি প্রিন্টিং এর মাধ্যমে ভবন তৈরি করতে পারে। এই রোবটের মাধ্যমে নির্মাণ শিল্পের কাজের ধরনকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে যুক্তরাষ্ট্রের নির্মাণশ্রমিক সংকট নিরসনের চেষ্টা করা হব
৪ ঘণ্টা আগে