কামরান আকমল ও মোহাম্মদ আমির-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ব্যস্ততা তেমন না থাকায় অস্ট্রেলিয়ায় ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগ খেলেন তাঁরা। সেদেশেরই এক স্পনসর কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেই মামলার শুনানি হবে আগামীকাল।
২০২২ এর ডিসেম্বরে মেলবোর্নে হয়েছিল অজি ক্রিকেট লিগ (এসিএল)। এই টুর্নামেন্টে পাকিস্তান একাদশের হয়ে খেলেছেন আমির ও আকমল। তাজউইন স্পোর্টস নামে এক কোম্পানির বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন তাঁরা। পাকিস্তানি এই দুই ক্রিকেটারের অভিযোগ, এসিএল ইভেন্টে তাঁদের ছবি এডিট করেছে তাজউইন স্পোর্টস। তাঁদের হাতে ‘তাজউইন স্পোর্টসের’ ব্যাট দেখানো হয়েছে। সেই ছবিগুলো ব্যবহার করে কোম্পানি তাদের ব্যাট বিক্রি করেছে ও শিরোনাম দিয়েছিল ‘প্রাউড তাজ উইনার্স।’ ‘এক্সক্লুসিভ মাইগ্রেশন’ নামে টুর্নামেন্টের আরেক স্পনসরের নাম পাকিস্তানের জার্সি থেকে মুছে দেওয়া হয়েছে।
কোর্টে পাঠানো দলিলে বলা হয়েছে, কামরান ও আমির অনেকবার ছবিগুলো সরানোর জন্য তাজউইন স্পোর্টসকে অনুরোধ করেছিল। ব্যক্তিগতভাবে, এমনকি আইনজীবীর মাধ্যমেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের ব্যাট হাতে পোজ দেওয়া ছবি রেখে দিয়েছে। এরপর তাজউইন স্পোর্টস নিজেদের টুর্নামেন্টের প্রধান স্পনসর দাবি করে এবং তারা ৪০ হাজার ডলারের ক্রিকেট সামগ্রী পাঠিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটি আরও বলে, এসিএলের সঙ্গে মৌখিক চুক্তি করে তারা ছবি ব্যবহার করেছে। কামরান-আমিরের দাবিতে বলা হয়েছে, এসিএল টুর্নামেন্টে তাজউইন স্পোর্টস তিন-চারটা ব্যাট পাঠিয়েছিল। তবে ৩০০০ ডলার (বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার টাকা) পরিশোধ করা হয়নি।
এসিএল ফাইনালও খেলেছিল পাকিস্তান একাদশ। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল।
কামরান আকমল ও মোহাম্মদ আমির-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ব্যস্ততা তেমন না থাকায় অস্ট্রেলিয়ায় ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগ খেলেন তাঁরা। সেদেশেরই এক স্পনসর কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেই মামলার শুনানি হবে আগামীকাল।
২০২২ এর ডিসেম্বরে মেলবোর্নে হয়েছিল অজি ক্রিকেট লিগ (এসিএল)। এই টুর্নামেন্টে পাকিস্তান একাদশের হয়ে খেলেছেন আমির ও আকমল। তাজউইন স্পোর্টস নামে এক কোম্পানির বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন তাঁরা। পাকিস্তানি এই দুই ক্রিকেটারের অভিযোগ, এসিএল ইভেন্টে তাঁদের ছবি এডিট করেছে তাজউইন স্পোর্টস। তাঁদের হাতে ‘তাজউইন স্পোর্টসের’ ব্যাট দেখানো হয়েছে। সেই ছবিগুলো ব্যবহার করে কোম্পানি তাদের ব্যাট বিক্রি করেছে ও শিরোনাম দিয়েছিল ‘প্রাউড তাজ উইনার্স।’ ‘এক্সক্লুসিভ মাইগ্রেশন’ নামে টুর্নামেন্টের আরেক স্পনসরের নাম পাকিস্তানের জার্সি থেকে মুছে দেওয়া হয়েছে।
কোর্টে পাঠানো দলিলে বলা হয়েছে, কামরান ও আমির অনেকবার ছবিগুলো সরানোর জন্য তাজউইন স্পোর্টসকে অনুরোধ করেছিল। ব্যক্তিগতভাবে, এমনকি আইনজীবীর মাধ্যমেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের ব্যাট হাতে পোজ দেওয়া ছবি রেখে দিয়েছে। এরপর তাজউইন স্পোর্টস নিজেদের টুর্নামেন্টের প্রধান স্পনসর দাবি করে এবং তারা ৪০ হাজার ডলারের ক্রিকেট সামগ্রী পাঠিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটি আরও বলে, এসিএলের সঙ্গে মৌখিক চুক্তি করে তারা ছবি ব্যবহার করেছে। কামরান-আমিরের দাবিতে বলা হয়েছে, এসিএল টুর্নামেন্টে তাজউইন স্পোর্টস তিন-চারটা ব্যাট পাঠিয়েছিল। তবে ৩০০০ ডলার (বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার টাকা) পরিশোধ করা হয়নি।
এসিএল ফাইনালও খেলেছিল পাকিস্তান একাদশ। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে...
২ ঘণ্টা আগেপুরোনো অ্যাঙ্কেলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই পেসারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্রামই নয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে পাঠাল তারা। আজ রাত ৮টায় লন্ডনের বিমান ধরেছেন তাসকিন।
৩ ঘণ্টা আগেকোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারে কিছুটা খুশি হওয়ার কথা ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। দুঃসময় পার করা ব্রাজিলের ডাগআউটে প্রথম পছন্দ এখন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত এ ইতালিয়ান কোচের চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর আশঙ্কা জেগেছে লস
৩ ঘণ্টা আগে