Ajker Patrika

নির্বাচনের ‘আছর’ পুঁজিবাজারে

আসাদুজ্জামান নূর, ঢাকা
নির্বাচনের ‘আছর’ পুঁজিবাজারে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ে আগামী সরকারের নীতি কী হবে, তার হিসাব কষছেন তাঁরা। অনেকেই পোর্টফোলিওতে নগদ টাকা রেখে অপেক্ষা করছেন। বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ।

অন্যদিকে, পুঁজিবাজারে গভীরতা বাড়াতে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি অপরিহার্য। কিন্তু নির্বাচনের আগে নতুন করে কোনো কোম্পানির আইপিও অনুমোদন দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফলে পুঁজিবাজারে নির্বাচনের ‘আছর’ প্রকট হয়েছে।

গত বছরের জুলাইয়ের শেষে পুঁজিবাজারের দরপতন ঠেকাতে প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। তখন সেটি অর্থনৈতিক কারণে হলেও বর্তমানে তা রাজনৈতিক দিকে গড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, পুঁজিবাজারে দরপতন হলে এটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সরকার চায় না এ মুহূর্তে নতুন করে জনরোষের কোনো ইস্যু সামনে আসুক। তাই ফ্লোর প্রাইস বহালের প্রতি সমর্থন রয়েছে সরকারের। ফলে নির্বাচন ও অর্থনৈতিক শঙ্কা এবং ফ্লোর প্রাইসের কারণে গতি পাচ্ছে না পুঁজিবাজার।

মাসুম জামান নামের এক বিনিয়োগকারী আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে দেশের অর্থনৈতিক অবস্থা। পরিস্থিতি খারাপ হলে তো বিনিয়োগ যাবে ভোগে, টাকা ফেরত পাওয়া মুশকিল হয়ে পড়বে। লস নিয়ে মার্কেট ছাড়তে হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘নির্বাচন একটা বড় ইস্যু। এ জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। অনেকে একটু অপেক্ষা করছেন এই ভেবে যে, পরিস্থিতি কোন দিকে যায়।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক অবস্থা খারাপ দিকে যাচ্ছে, সামনে নির্বাচন। সঙ্গে যোগ হয়েছে ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইসের কারণে হতাশা বেশি। আর নির্বাচনের কারণে “ওয়েট অ্যান্ড সি” অবস্থা। ফ্লোর প্রাইস এখন আবার রাজনৈতিক ইস্যু হয়ে গেছে।’

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ‘নির্বাচনের আগে এ রকম অবস্থা দেখা যায়। অনেক বাণিজ্যিক খাত হয়তো সরকারের নীতিসহায়তায় এখন ভালো করছে। নির্বাচন এলে মানুষ চিন্তা করে সরকার পরিবর্তন হলে বিনিয়োগের ছকে পরিবর্তন আনতে হতে পারে। এ জন্যই এ রকম সময়ে বিনিয়োগকারীরা চিন্তা করেন যে, দেখি কী হয়?’

তবে রাজনৈতিক কারণে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান। তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়ায়। এ জন্য আতঙ্কের জায়গাটা তৈরি হয়।

ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। যে সরকারই আসুক, এটাকে বাদ দিয়ে তো চিন্তা করবে না। পলিসিগত কিছু পরিবর্তনের সম্ভাবনার সুযোগ থেকে যায়, কিন্তু এটাকে আতঙ্কের আলোচনায় নিয়ে এলে পুঁজিবাজারেরই ক্ষতি।’

এদিকে, চলতি বছরের সাড়ে ৯ মাসে মাত্র দুটি প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বছর পার হতে বাকি তিন মাস। কিন্তু কোনো প্রতিষ্ঠানের আবেদন কমিশনে জমা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত