Ajker Patrika

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে বিজিবি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ০৩
সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে বিজিবি: মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। যে কোনো নির্বাচনে বিজিবি দক্ষতা, পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। 

আজ রোববার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ফোর্স সাপোর্টিং উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে এম নাজমুল হাসান এসব কথা বলেন। বিজিবির ডিজি বলেন, ‘আমাদের সংবিধান আছে। সংবিধান অনুযায়ী আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করব।’ 

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত আছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ আমাদের সাধারণ জনবলের ব্যক্তিগত নিরাপত্তা, সরকারি স্থাপনা ও নিরাপত্তাসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’ 

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আরও বলেন, ‘আমরা আশা করি আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দেশের স্বার্থে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ফোর্স সাপোর্ট উইং–এর সব পর্যায়ের অফিসার ও সেনারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত