Ajker Patrika

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল স্মার্টফোন এক্স৫০আই প্লাস

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০: ৩৭
১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল স্মার্টফোন এক্স৫০আই প্লাস

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এক্স৫০আই প্লাস এল চীনের বাজারে। এই ফোন এক্স৫০আই সিরিজের নতুন সংযোজন। এই ফোনে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।


ফোনটির দাম ও রং
এই স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটির ১২ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৫৯৯ চায়নিজ ইউয়ান আর ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৭৯৯ চায়নিজ ইউয়ান। 

ক্লাউড ওয়াটার ব্লু (হালকা নীল), ফ্যান্টাসি নাইট ব্ল্যাক (কালো), ইনক জেড গ্রিন (সবুজ) ও লিকুইড পিংক (গোলাপি) –এই চার রঙে পাওয়া যাবে। 

এক্স৫০আই প্লাস ফোনের স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা:
ডুয়েল ক্যামেরা–প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল ও সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল 
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি 
আয়তন: ১৬১ দশমিক ৫ এমএম x ৭৪ দশমিক ৫৫ এমএম x ৬ দশমিক ৭৮ এমএম
ওজন: ১৬৬ গ্রাম 
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামলেড ফুল–এইচডি (২৪১২ x ১০৮০ পিক্সেল) 
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ 
ব্রাইটনেস লেভেল: ২০০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওস ৭ দশমিক ২ 
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ 
মেমোরি: ১২ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ১ 
জিপিএস: আছে 
ওটিজি: আছে 
ইউএসবি: ইউএসবি টাইপ সি 
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
চার্জিং: ৩৫ ওয়াট

সূত্র: প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত