রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু বিষয়ে ‘ভুয়া তথ্য’ সরিয়ে ফেলতে ব্যর্থতার দায়ে গুগলকে ৪ দশমিক ৬ বিলিয়ন রুবল (৫ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার আদালত। রুশ বার্তা সংস্থা তাস ও যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
রাশিয়ায় এই টেক জায়ান্টের গলের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে আজ বুধবার (২০ ডিসেম্বর) জরিমানা করা হয় বলে। তবে রায় নিয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০২১ ও ২০২২ সালেও গুগলকে ৭২০ কোটি ও ২ হাজার ১১০ কোটি রুবল জরিমানা করা হয়েছিল।
দেশটির আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, এলজিবিটি অধিকার বিষয়ে ‘চরমপন্থী কনটেন্ট’ অপসারণ ও বিতরণ বন্ধে গুগলের ব্যর্থতার কারণে এই জরিমানা।
গত নভেম্বরে রুশ সুপ্রিম কোর্ট এলজিবিটি কর্মীদের ‘চরমপন্থী’ হিসাবে চিহ্নিত করা উচিত বলে রায় দেন। এমন রায় দেশটির সমকামী এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধিদের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার আশংকা তৈরি করে বলে সুপ্রিম কোর্ট।
ইউক্রেনে হামলাকে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। রাশিয়ার সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ বিরোধ নতুন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটি ইউক্রেন আক্রমণের পর এ বিরোধ আরও তীব্র হয়েছে। গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের আরেকটি প্রতিষ্ঠান ইউটিউবও রাশিয়ার টার্গেটে আছে। তবে এক্স (সাবেক টুইটার) এবং মেটা প্ল্যাটফর্মের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে দেশটি এখনো বিরোধে জড়ায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু বিষয়ে ‘ভুয়া তথ্য’ সরিয়ে ফেলতে ব্যর্থতার দায়ে গুগলকে ৪ দশমিক ৬ বিলিয়ন রুবল (৫ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার আদালত। রুশ বার্তা সংস্থা তাস ও যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
রাশিয়ায় এই টেক জায়ান্টের গলের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে আজ বুধবার (২০ ডিসেম্বর) জরিমানা করা হয় বলে। তবে রায় নিয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০২১ ও ২০২২ সালেও গুগলকে ৭২০ কোটি ও ২ হাজার ১১০ কোটি রুবল জরিমানা করা হয়েছিল।
দেশটির আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, এলজিবিটি অধিকার বিষয়ে ‘চরমপন্থী কনটেন্ট’ অপসারণ ও বিতরণ বন্ধে গুগলের ব্যর্থতার কারণে এই জরিমানা।
গত নভেম্বরে রুশ সুপ্রিম কোর্ট এলজিবিটি কর্মীদের ‘চরমপন্থী’ হিসাবে চিহ্নিত করা উচিত বলে রায় দেন। এমন রায় দেশটির সমকামী এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধিদের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার আশংকা তৈরি করে বলে সুপ্রিম কোর্ট।
ইউক্রেনে হামলাকে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। রাশিয়ার সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ বিরোধ নতুন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটি ইউক্রেন আক্রমণের পর এ বিরোধ আরও তীব্র হয়েছে। গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের আরেকটি প্রতিষ্ঠান ইউটিউবও রাশিয়ার টার্গেটে আছে। তবে এক্স (সাবেক টুইটার) এবং মেটা প্ল্যাটফর্মের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে দেশটি এখনো বিরোধে জড়ায়নি।
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা
৭ ঘণ্টা আগেফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
১০ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
১২ ঘণ্টা আগে