Ajker Patrika

‘দলটা শুধু দরিভালের নয়, ব্রাজিলের সবার দল’ 

‘দলটা শুধু দরিভালের নয়, ব্রাজিলের সবার দল’ 

ফার্নান্দো দিনিজ বরখাস্ত হওয়ার পর দরিভাল জুনিয়রের ব্রাজিলের কোচ হওয়া অনেকটাই নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হলেন দরিভাল। এসেই যেন বোঝাতে চাইলেন যে দলটা শুধু কোচের নামেই পরিচিতি পাবে না।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে গতকাল দরিভালের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন দরিভাল। ফুটবলে সাধারণত কোচ দিয়ে দলকে পরিচয় করানো হয় যেমন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, তিতের ব্রাজিল, ফার্নান্দো দিনিজের ব্রাজিল এরকম। এখানেই যেন একটু ‘ব্যতিক্রম’ দরিভাল। সংবাদ সম্মেলনে গতকাল ব্রাজিলের নতুন কোচ বলেন, ‘ব্রাজিলের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যেই কথা বলতে এসেছি। তারা যেন দলের ওপর বেশি বিশ্বাস রাখতে পারে। এখন থেকে এটা দরিভালের দল নয়, ব্রাজিলের সাধারণ মানুষের দল।’ 

 ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় ব্রাজিলের পথচলা। ব্যর্থতার দায়ে তৎকালীন কোচ তিতে পদত্যাগ করেন। এরপর থেকে কোনো স্থায়ী কোচ পাচ্ছে না ব্রাজিল। দলটির পারফরম্যান্সও হচ্ছে না আশানুরূপ। বিশ্বকাপ পরবর্তী সময়ে ৯ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ৫ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় রয়েছে ৬ নম্বরে। ব্রাজিলকে তাদের ঐতিহ্য ফিরিয়ে আনার অনুপ্রেরণাই যেন দিলেন দরিভাল, ‘এই গ্রহের সেরা দলের প্রতিনিধিত্ব করছি। এটা বিশ্বের সবাইকে অনুপ্রাণিত করবে। ব্রাজিলের ফুটবল খুবই শক্তিশালী। বর্তমানে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, সেভাবে যেতে পারি না। কীভাবে জিততে হয়, সেটা ব্রাজিলের ফুটবল থেকে শিখেছি। আমাদের সেই মুহূর্তটা ফিরিয়ে আনতে হবে। এই মুহূর্ত থেকে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।’ 

মাঠের পারফরম্যান্সের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সিবিএফের প্রধান পদে এদনালদো রদ্রিগেজ থাকবেন কি থাকবেন না—সেই সিদ্ধান্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। ফিফার থেকে নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কা পর্যন্ত জেগেছিল। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানা হয়ে গিয়েছিল রণক্ষেত্র। তাতে ফিফার থেকে শাস্তিও পেয়েছে ব্রাজিল। দরিভাল বলেন, ‘এই মুহূর্তটা খুবই কঠিন। তবে দ্রুত সবকিছু বদলে ফেলা যাবে না। এটা নির্ভর করছে আপনাদের ওপর। যাতে করে ব্রাজিলিয়ান ফুটবল আগের ছন্দে ফিরে আসে। আমাদের আবারও দারুণ ম্যাচ খেলতে হবে। সবচেয়ে বড় কথা, প্রত্যেকেরই কমবেশি দায়িত্ব নিতে হবে দলের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত