উচ্চশব্দে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেছেন রনি বান্দিনি নামের এক ডেভেলপার। রনির প্রতিবেশী প্রতিদিন একই সময়ে উচ্চশব্দে রেগেটন মিউজিক (এক ধরনের জ্যামাইকান সংগীত) বাজান। আর এতে বিরক্ত হয়ে একটি র্যাসবেরি পাই (ক্রেডিট কার্ড আকারের সিঙ্গেল বোর্ড কম্পিউটার) প্রোগ্রাম করে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন রনি।
প্রতিবেশীর উচ্চশব্দে গান বাজানো বন্ধে রনির সামনে দুটি উপায় ছিল: মিউজিক বিষয়ে সরাসরি প্রতিবেশীর মুখোমুখি হওয়া বা এআই–ভিত্তিক সমাধান যা রেগেটন মিউজিক শনাক্ত করতে সক্ষম।
তিনি দ্বিতীয় উপায়টি বেছে নেন। রনি একটি র্যাসবেরি পাই প্রজেক্ট হাতে নেন। র্যাসবেরি পাই কম্পিউটারের প্রোগ্রামে রনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত দেন। এটি রেগেটন মিউজিক শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অডিওটিকে বিকৃত করে। এই প্রকল্প মজা করে তৈরি করেন তিনি। এ ধরনের ডিভাইস সব অঞ্চলে বৈধ নয়।
বান্দিনি বলেন, ডিভাইসটি কাজ করার জন্য ব্লুটুথ স্পিকারের কাছাকাছি থাকতে হবে। আবার সব ধরনের স্পিকারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।
মিউজিক বিকৃত করার ডিভাইসটি তৈরি করেন র্যাসবেরি পাই ৩ বি প্লাস মডেল দিয়ে। এটিকে ডিএফ রোবট ওএলইডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে যুক্ত করেন। এই ডিসপ্লের রেজল্যুশন মাত্র ১২৮x৩২ পিক্সেল। অডিও ইনপুট দেওয়া হয় ইউএসবি মাইক্রোফোনের মাধ্যমে। একটি পুশ বাটন চাপলেই সিস্টেমটি রেগেটন মিউজিক শনাক্তের চেষ্টা করে।
প্রকল্পটি র্যাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ডিজাইনটির মেশিন লার্নিং এআই সিস্টেম হলো—এজ ইমপালস (এক ধরনের মেশিন লার্নিং সিস্টেম)। এর মাধ্যমে র্যাসবেরি পাইকে মিউজিক শনাক্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
মডেলটি দিয়ে রনি বান্দিনি ওই প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন। ফলে তিনি রেগেটন মিউজিক চালু করলেই সেটির সুর বিকৃত হয়ে যেত।
উল্লেখ্য, হার্ডওয়্যার প্রশিক্ষণ ও ডেভেলপারদের ব্লগ হ্যাকস্টার ডটআইও–এর প্রোফাইল অনুযায়ী, রনি বান্দিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বাসিন্দা। তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামার।
তথ্যসূত্র: টমস গাইড
উচ্চশব্দে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেছেন রনি বান্দিনি নামের এক ডেভেলপার। রনির প্রতিবেশী প্রতিদিন একই সময়ে উচ্চশব্দে রেগেটন মিউজিক (এক ধরনের জ্যামাইকান সংগীত) বাজান। আর এতে বিরক্ত হয়ে একটি র্যাসবেরি পাই (ক্রেডিট কার্ড আকারের সিঙ্গেল বোর্ড কম্পিউটার) প্রোগ্রাম করে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন রনি।
প্রতিবেশীর উচ্চশব্দে গান বাজানো বন্ধে রনির সামনে দুটি উপায় ছিল: মিউজিক বিষয়ে সরাসরি প্রতিবেশীর মুখোমুখি হওয়া বা এআই–ভিত্তিক সমাধান যা রেগেটন মিউজিক শনাক্ত করতে সক্ষম।
তিনি দ্বিতীয় উপায়টি বেছে নেন। রনি একটি র্যাসবেরি পাই প্রজেক্ট হাতে নেন। র্যাসবেরি পাই কম্পিউটারের প্রোগ্রামে রনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত দেন। এটি রেগেটন মিউজিক শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অডিওটিকে বিকৃত করে। এই প্রকল্প মজা করে তৈরি করেন তিনি। এ ধরনের ডিভাইস সব অঞ্চলে বৈধ নয়।
বান্দিনি বলেন, ডিভাইসটি কাজ করার জন্য ব্লুটুথ স্পিকারের কাছাকাছি থাকতে হবে। আবার সব ধরনের স্পিকারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।
মিউজিক বিকৃত করার ডিভাইসটি তৈরি করেন র্যাসবেরি পাই ৩ বি প্লাস মডেল দিয়ে। এটিকে ডিএফ রোবট ওএলইডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে যুক্ত করেন। এই ডিসপ্লের রেজল্যুশন মাত্র ১২৮x৩২ পিক্সেল। অডিও ইনপুট দেওয়া হয় ইউএসবি মাইক্রোফোনের মাধ্যমে। একটি পুশ বাটন চাপলেই সিস্টেমটি রেগেটন মিউজিক শনাক্তের চেষ্টা করে।
প্রকল্পটি র্যাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ডিজাইনটির মেশিন লার্নিং এআই সিস্টেম হলো—এজ ইমপালস (এক ধরনের মেশিন লার্নিং সিস্টেম)। এর মাধ্যমে র্যাসবেরি পাইকে মিউজিক শনাক্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
মডেলটি দিয়ে রনি বান্দিনি ওই প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন। ফলে তিনি রেগেটন মিউজিক চালু করলেই সেটির সুর বিকৃত হয়ে যেত।
উল্লেখ্য, হার্ডওয়্যার প্রশিক্ষণ ও ডেভেলপারদের ব্লগ হ্যাকস্টার ডটআইও–এর প্রোফাইল অনুযায়ী, রনি বান্দিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বাসিন্দা। তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামার।
তথ্যসূত্র: টমস গাইড
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা
১৪ ঘণ্টা আগেফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
১৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
১৬ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
১৮ ঘণ্টা আগে