সবুর শুভ, চট্টগ্রাম
জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলের ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। জায়গাটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
স্যাটেলাইট ট্র্যাকিংয়ের (অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম) মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেওয়া সর্বশেষ আপডেটে জানান, জাহাজের ২৩ নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে নোঙর করেছে।
এমভি আবদুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৯ মার্চ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা ছিল। কিন্তু মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি হন ২৩ নাবিক। এরপর পেরিয়ে গেছে ৬০ ঘণ্টার বেশি সময়।
বিএমএমওএ সভাপতি এনাম আহমেদ চৌধুরী বলেন, এখন ডাকাতেরা কয়েক দিন অপেক্ষা করবে। নিজেদের অবস্থান সংহত করবে। নাবিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে। তারপর জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারে।
জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। নাবিকেরা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জেনেছি। আমরা যেকোনো কিছুর বিনিময়ে ওই জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’ ২০১০ সালে তাঁদের জাহাজ ‘জাহান মনি’কে জলদস্যুর কবল থেকে মুক্ত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব এবার।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলের ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। জায়গাটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
স্যাটেলাইট ট্র্যাকিংয়ের (অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম) মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেওয়া সর্বশেষ আপডেটে জানান, জাহাজের ২৩ নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে নোঙর করেছে।
এমভি আবদুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৯ মার্চ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা ছিল। কিন্তু মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি হন ২৩ নাবিক। এরপর পেরিয়ে গেছে ৬০ ঘণ্টার বেশি সময়।
বিএমএমওএ সভাপতি এনাম আহমেদ চৌধুরী বলেন, এখন ডাকাতেরা কয়েক দিন অপেক্ষা করবে। নিজেদের অবস্থান সংহত করবে। নাবিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে। তারপর জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারে।
জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। নাবিকেরা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জেনেছি। আমরা যেকোনো কিছুর বিনিময়ে ওই জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’ ২০১০ সালে তাঁদের জাহাজ ‘জাহান মনি’কে জলদস্যুর কবল থেকে মুক্ত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব এবার।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
ভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলি ব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ করেই ছুটে এল একটি সাদা প্রাইভেটকার। মুহূর্তের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট
১৫ মিনিট আগেপটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ট্রমায় ভেঙে পড়া লামিয়া শেষমেশ আত্মহত্যা করল ঢাকার আদাবরে। সহপাঠীদের হাতে নির্যাতনের শিকার হওয়ার পর সামাজিক চাপ ও কটূক্তির ভয়ে নিজেকে ঘরবন্দী করে রেখেছিল সে। মায়ের শত চেষ্টা সত্ত্বেও নতুন জীবন শুরু করা হয়নি লামিয়ার; তার মৃত্যু ঘিরে নতুন করে ক্ষোভ ও বিচার দাবি উঠে
২১ মিনিট আগেবেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উপাচার্য ও ১১ জন বিভাগীয় প্রধান পদত্যাগের পর তাঁদের মধ্য থেকে ১০ জন বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহার দাবি করেছেন আন্দোলনরত একদল শিক্ষার্থী। আজ রোববার রাতে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
৪০ মিনিট আগেপৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগসহ নানান অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে ১টা ভেদরগঞ্জ পৌর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি টিম।
১ ঘণ্টা আগে