বিশ্বের স্বপ্রতিষ্ঠিত ধনী নারীদের তালিকায় সবার ওপরের স্থানটি রাফায়েলা আপোন্তে দিয়ামান্তর। প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের মালিক রাফায়েলা বিশ্বের ধনকুবেরদের তালিকায় আছেন ৪৮তম স্থানে।
ব্রিটিশ ম্যাগাজিন ‘ফোর্বস’ শতকোটি ডলারের মালিকদের যে তালিকা সম্প্রতি প্রকাশ করেছে, তার সূত্রে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
৭৯ বছরের এই নারী ১৯৭০ সালে মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) চালু করেন। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানিগুলোর একটি।
এদিকে ফোর্বসের ধনাঢ্য নারীদের তালিকায় রাফায়েলা আছেন সাতে। এমএসসি কোম্পানির ৫০ শতাংশ শেয়ারের মালিকও তিনি।
তালিকা অনুযায়ী, স্বপ্রতিষ্ঠিত নারীদের মধ্যে আরও রয়েছেন কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সার্ভিসেস ক্লাউডফ্লেয়ারের প্রতিষ্ঠাতা মিচেল জেটলিন, মাইক্রো ডিভাইসের বিশেষজ্ঞ লিসা সু এবং পপতারকা টেলর সুইফট।
রাফায়েলার স্বামীর নাম জিয়ানলুইগি আপোন্তে। ১৯৬৯ সালে ইতালির নেপলেস থেকে ক্যাপরি যাত্রাপথে এক ফেরিতে দুজনের প্রথম দেখা। এর ক্যাপ্টেন ছিলেন জিয়ানলুইগি আপোন্তে। তার এক বছর পর ১৯৭০ সালে ২ লাখ ৮০ হাজারের ঋণ নিয়ে এমএসসি চালু করেন আপোন্তে দম্পতি। স্ত্রীর সম্মানে জিয়ান এমএসসির কেনা দ্বিতীয় জাহাজটির নাম রাখেন ‘রাফায়েলা’।
‘আলফালাইনার’ নামে শিপিং ইন্ডাস্ট্রির পরিসংখ্যান প্রদানকারী সংস্থার হিসাব অনুযায়ী, জাহাজের সংখ্যা ও ধারণক্ষমতার বিচারে এমএসসি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনারবাহী শিপিং কোম্পানি। এই মুহূর্তে কোম্পানিটির ৮০০-এর মতো জাহাজ রয়েছে।
আগে এমএসসির সদর দপ্তর ইতালির নেপলেসে ছিল। পরে তা সুইজারল্যান্ডের জেনেভায় স্থানান্তর করা হয়। কোম্পানিটি কেবল কনটেইনার মালামাল বহনেই থেমে থাকেনি। পরবর্তী সময়ে এমএসসি ক্রুজেস নামে প্রমোদতরি ব্যবসাও চালু করে। এটি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমোদতরি কোম্পানি।
আপোন্তে দম্পতি তেমন একটা জনসম্মুখে আসেন না। অনেকটা সাধারণ জীবন যাপন করেন। মূলত তাঁদের প্রমোদতরি সাগরে নামার সময় কোনো অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। যেমন ২০০৬ সালে প্রমোদতরি ‘এমএসসি মিউসিকা’ উদ্বোধনের সময় ফরাসি অভিনেতা জেরার্ড দেপার্দুর সঙ্গে তাঁদের দেখা যায়।
আপোন্তে দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা দুজনেই কোম্পানির উচ্চপদে রয়েছেন। ছেলে দিয়াগো এমএসসির প্রেসিডেন্ট এবং মেয়ে এলেক্সা কোম্পানের সিএফও পদে রয়েছেন। কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে রয়েছেন জিয়ানলুইগি। রাফায়েলা কোম্পানির কোনো পদে না থাকলেও তিনি এর বোর্ড সদস্য হিসেবে প্রত্যেক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁকে বলা হয় এমএসসির অন্যতম ‘থিঙ্ক ট্যাঙ্ক’।
এদিকে কোম্পানি হিসেবে ফোর্বসের তালিকায় এমএসসির অবস্থান ৪৮তম। এর বর্তমান বাজারমূল্য ৬ হাজার ৬০০ কোটি ডলার।
বিশ্বের স্বপ্রতিষ্ঠিত ধনী নারীদের তালিকায় সবার ওপরের স্থানটি রাফায়েলা আপোন্তে দিয়ামান্তর। প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের মালিক রাফায়েলা বিশ্বের ধনকুবেরদের তালিকায় আছেন ৪৮তম স্থানে।
ব্রিটিশ ম্যাগাজিন ‘ফোর্বস’ শতকোটি ডলারের মালিকদের যে তালিকা সম্প্রতি প্রকাশ করেছে, তার সূত্রে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
৭৯ বছরের এই নারী ১৯৭০ সালে মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) চালু করেন। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানিগুলোর একটি।
এদিকে ফোর্বসের ধনাঢ্য নারীদের তালিকায় রাফায়েলা আছেন সাতে। এমএসসি কোম্পানির ৫০ শতাংশ শেয়ারের মালিকও তিনি।
তালিকা অনুযায়ী, স্বপ্রতিষ্ঠিত নারীদের মধ্যে আরও রয়েছেন কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সার্ভিসেস ক্লাউডফ্লেয়ারের প্রতিষ্ঠাতা মিচেল জেটলিন, মাইক্রো ডিভাইসের বিশেষজ্ঞ লিসা সু এবং পপতারকা টেলর সুইফট।
রাফায়েলার স্বামীর নাম জিয়ানলুইগি আপোন্তে। ১৯৬৯ সালে ইতালির নেপলেস থেকে ক্যাপরি যাত্রাপথে এক ফেরিতে দুজনের প্রথম দেখা। এর ক্যাপ্টেন ছিলেন জিয়ানলুইগি আপোন্তে। তার এক বছর পর ১৯৭০ সালে ২ লাখ ৮০ হাজারের ঋণ নিয়ে এমএসসি চালু করেন আপোন্তে দম্পতি। স্ত্রীর সম্মানে জিয়ান এমএসসির কেনা দ্বিতীয় জাহাজটির নাম রাখেন ‘রাফায়েলা’।
‘আলফালাইনার’ নামে শিপিং ইন্ডাস্ট্রির পরিসংখ্যান প্রদানকারী সংস্থার হিসাব অনুযায়ী, জাহাজের সংখ্যা ও ধারণক্ষমতার বিচারে এমএসসি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনারবাহী শিপিং কোম্পানি। এই মুহূর্তে কোম্পানিটির ৮০০-এর মতো জাহাজ রয়েছে।
আগে এমএসসির সদর দপ্তর ইতালির নেপলেসে ছিল। পরে তা সুইজারল্যান্ডের জেনেভায় স্থানান্তর করা হয়। কোম্পানিটি কেবল কনটেইনার মালামাল বহনেই থেমে থাকেনি। পরবর্তী সময়ে এমএসসি ক্রুজেস নামে প্রমোদতরি ব্যবসাও চালু করে। এটি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমোদতরি কোম্পানি।
আপোন্তে দম্পতি তেমন একটা জনসম্মুখে আসেন না। অনেকটা সাধারণ জীবন যাপন করেন। মূলত তাঁদের প্রমোদতরি সাগরে নামার সময় কোনো অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। যেমন ২০০৬ সালে প্রমোদতরি ‘এমএসসি মিউসিকা’ উদ্বোধনের সময় ফরাসি অভিনেতা জেরার্ড দেপার্দুর সঙ্গে তাঁদের দেখা যায়।
আপোন্তে দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা দুজনেই কোম্পানির উচ্চপদে রয়েছেন। ছেলে দিয়াগো এমএসসির প্রেসিডেন্ট এবং মেয়ে এলেক্সা কোম্পানের সিএফও পদে রয়েছেন। কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে রয়েছেন জিয়ানলুইগি। রাফায়েলা কোম্পানির কোনো পদে না থাকলেও তিনি এর বোর্ড সদস্য হিসেবে প্রত্যেক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁকে বলা হয় এমএসসির অন্যতম ‘থিঙ্ক ট্যাঙ্ক’।
এদিকে কোম্পানি হিসেবে ফোর্বসের তালিকায় এমএসসির অবস্থান ৪৮তম। এর বর্তমান বাজারমূল্য ৬ হাজার ৬০০ কোটি ডলার।
জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছে বর্তমান ‘জেন-জি’ তথা জেড-জেনারেশনের আগের মিলেনিয়াল জেনারেশন। তাঁদের অনেকেই তরুণ অবস্থায় ২০০৮ সালের ভয়াবহ আর্থিক মন্দার সম্মুখীন হয়েছেন। আজকের দিনেও তাঁরা বাড়ি কেনা কিংবা শিক্ষাঋণ শোধের মতো বিষয়গুলো নিয়ে সংগ্রাম করছেন।
৬ ঘণ্টা আগেওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিবছর বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাপী জরিপ চালায়। তাদের জরিপের ভিত্তিতে ‘ইন্টার ন্যাশনস’ নামক একটি প্রতিষ্ঠান বিশ্বের বন্ধুত্বপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে। বিদেশে স্থানান্তরিত হওয়া মানুষ ও বিদেশি পর্যটকদের দৃষ্টিকোণ থেকে এই দেশগুলোকে তালিকাবদ্ধ করা হয়...
৯ ঘণ্টা আগেসপ্তম শতকের আরব বেদুইন কবি কায়েস ইবনে আল-মুলাওয়াহ ও তাঁর প্রেমিকা লাইলি বিনতে মাহদির প্রেমকাহিনি ‘লাইলি ও মজনু’। এটি বিশ্বের অন্যতম করুণ ও বিখ্যাত প্রেমগাথা হিসেবে পরিচিত। গল্পটি আরব উপদ্বীপে উদ্ভূত হয়ে বিভিন্ন যুগে নানা সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে।
১০ ঘণ্টা আগেএকে তো ভীষণ গরম পড়েছে। তার ওপর ডিহাইড্রেশন দূর্বল করে দিচ্ছে শরীর। এসময় শরীরে পর্যাপ্ত পানির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রোবায়োটিকের। আর প্রোয়বায়োটিক হিসেবে দইয়ের তুলনা হয় না। বাড়িতেই টক বা মিষ্টি দই দিয়ে লাচ্ছি তো প্রায়ই বানাচ্ছেন। কিন্তু রোজ কি একই রকম লাচ্ছি খেতে কারও ভাল লাগে? মাঝে মাঝে...
১১ ঘণ্টা আগে