Ajker Patrika

এখন বাংলাদেশের কাছে সান্ত্বনা নিতে পারে পাকিস্তান

এখন বাংলাদেশের কাছে সান্ত্বনা নিতে পারে পাকিস্তান

ডালাসে পাকিস্তানের হার দেখে আড়ালে হয়তো স্বস্তির হাসি হেসেছেন নাজমুল হোসেন শান্তরা! আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে গত কিছুদিন তাঁদের ওপর দিয়ে কী মানসিক ধকলই না গেল! 

গত রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিনদের শিকার হলো এশিয়ার আরেক দল পাকিস্তান। এই হারের যন্ত্রণা কিছুটা হলেও উপশমের জন্য বাংলাদেশের কাছে সান্ত্বনা নিতে পারে পাকিস্তানিরা। আবার পাকিস্তানের কাছে সান্ত্বনা নিতে পারে বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আবদুর রাজ্জাকেরা রীতিমতো হতাশা ঝেড়েছেন লিটন-শান্তদের ওপর। নীরবে সেটি সয়ে গেছেন তাঁরা। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের মানসিক বিপর্যয় এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। পাকিস্তানের হারে এখন হয়তো কিছুটা হলেও সান্ত্বনা পাবেন তাঁরা। এবার বাবর-রিজওয়ানদেরও শুনতে হচ্ছে বাংলাদেশের মতো দুয়ো ধ্বনি। রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার হতাশার সঙ্গে বলেছেন, ‘পাকিস্তানের জন্য অত্যন্ত হতাশাজনক হার। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা (অযাচিত) ইতিহাস করলাম, যেমনটা আমরা ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরেছিলাম। দুর্ভাগ্যবশত, পাকিস্তান কখনই জয়ের যোগ্য ছিল না। যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো খেলেছে।’ 

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘পাকিস্তানের জন্য এমন পারফরম্যান্স লজ্জাজনক। তারা যদি ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে হারত, তাও মানা যেত। তারা যদি লড়াই করে হারত, তাও মেনে নেওয়ার মতো ছিল। তারা এমন দলের বিপক্ষে হারল যারা তেমন ম্যাচই খেলেনি।’ 

বাবরদের কটাক্ষ করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রমিজ রাজা লিখেছেন, ‘কি দারুণ! এটা প্রত্যাশিত ছিল না...। কেন ফখর জামান বাঁহাতি বোলারের বিপক্ষে সুপার ওভারে স্ট্রাইক নেননি। ডানহাতি ব্যাটারের চেয়ে বাঁহাতি ব্যাটারের জন্য এটি সহজ হত!’

আরেক সাবেক পেসার ওয়াকার ইউনিস লিখেছেন, ‘পাকিস্তানকে তাদের উদ্বোধনী ম্যাচেই ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে এটি। পাকিস্তানকে মাঠে ক্লান্ত ও অসহায় দেখাচ্ছিল। যুক্তরাষ্ট্র অভিনন্দন এমন দুর্দান্ত জয়ের জন্য।’ 

নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ম্যাচের আগে বাবর-ফখররা এই হারে খেলেন বড় ধাক্কা। সাবেকদের বিদ্রুপ হজমেও তারা শান্তদের থেকে সান্ত্বনা নিতে পারেন। যুক্তরাষ্ট্র জানিয়ে রাখল, তাদের বিপক্ষে সব দলকেই সমীহ ও যথেষ্ট প্রস্তুতি নিয়েই আসতে হবে। ২০ ওভারের ম্যাচে র‍্যাঙ্কিংয়ের তারতম্য কিংবা ছোট-বড় দলের পার্থক্যের সুযোগ নেই। 

দারুণ ব্যাপার হলো, আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুবই সমৃদ্ধ। প্রথমবারের মতো পূর্ণ সদস্য দল হিসেবে ২০২১ সালে লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল যুক্তরাষ্ট্র। প্রথম সাক্ষাতে আইরিশদের ২৬ রানে হারায় তারা। 

মাঝে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আরেক পূর্ণ সদস্য জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রানে হেরে যায় যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস-পাপুয়া নিউগিনিকে হারিয়ে তারা ২০২৪ বিশ্বকাপে জায়গা করে নেয়। এবার তো তারা পূর্ণ সদস্য বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতল। প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় তারা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আন্তর্জাতিক ম্যাচের দেখায় পাকিস্তানকে সুপার ওভারে ৫ রানের ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। সহযোগী দলের বিপক্ষে বাংলাদেশের হারের অনেক রেকর্ড আছে। তবে পাকিস্তানের হারটি জায়গা করে নিয়েছে বিশ্বকাপের ‘অঘটন’ তালিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত