Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আইসিসির কাছে শ্রীলঙ্কার অভিযোগ

আপডেট : ০৭ জুন ২০২৪, ২১: ০২
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আইসিসির কাছে শ্রীলঙ্কার অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। নিউইয়র্কে সেই ম্যাচে ৭৭ রানে অলআউট হয়ে গড়ে বিব্রতকর এক রেকর্ডও। কুড়ি ওভারের ক্রিকেটে এটি তাদের সর্বনিম্ন স্কোর। অবশ্য এবারের বিশ্বকাপ শুরুর আগ থেকে লঙ্কানদের পিছু ছাড়ছে না ভোগান্তি। 

আগামীকাল ভোরে ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে টুর্নামেন্টের ভ্রমণসূচিসহ নানান অব্যবস্থাপনার জন্য আইসিসির কাছে আজ লিখিত অভিযোগ জানিয়েছে তারা। 

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্রীলঙ্কা দলের সঙ্গে ‘ভিন্ন আচরণ’ করার অভিযোগ করেছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর অভিযোগ, টুর্নামেন্টের অন্য দলগুলো ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে। 

ফ্লোরিডা বিমানবন্দরে ফ্লাইট সাত ঘণ্টা বিলম্বিত হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিরোধিতা প্রকাশ করেছে। লঙ্কান ক্রীড়ামন্ত্রী আরও অভিযোগ করেন, ভারতীয় দলের অনুশীলনের স্থান থেকে হোটেলের অবস্থান কাছাকাছি হলেও শ্রীলঙ্কা দলকে অনুশীলন মাঠে যেতে পাড়ি দিতে হয় ৯০ মিনিটেরও বেশি পথ। 

ফার্নান্দো দেশের সংসদে বলেন, ‘শ্রীলঙ্কা আইসিসির কাছে অভিযোগ করেছে। অন্য দেশগুলোর সঙ্গে একরকম আচরণ করা হচ্ছে, আর আমাদের সঙ্গে ভিন্ন রকম। আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছে এর ব্যাখ্যা চেয়েছি।’ 

শ্রীলঙ্কার বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা বলেন, ‘ক্রিকেট দলের প্রতি বিরূপ আচরণের বিরুদ্ধে শ্রীলঙ্কার সংসদ একসঙ্গে লড়াই করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা এটিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। বিভিন্ন বাধা অতিক্রম করে জিতে আসা দল আমরা।’ 

‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে লঙ্কানদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত