নতুন একটি গবেষণা দেখা গেছে, আড়াই হাজার বছর আগে আনুমানিক ৭ দশমিক ৫ কিংবা ৮ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতীয় উপমহাদেশ। প্রলয়ংকরী ওই ভূমিকম্পে বাংলাদেশের পদ্মা নদীর উৎস হিসেবে পরিচিত ভারতীয় গঙ্গা নদীর গতিপথই বদলে গিয়েছিল।
স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ওই ভূমিকম্পটি এত দিন বিজ্ঞানের কাছে অজানা ছিল। কিন্তু গবেষকেরা সেই ভূমিকম্পের বিপুল শক্তির চিহ্ন খুঁজে পেয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার আশপাশের অঞ্চলেই। নেচার কমিউনিকেশন জার্নালে সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি গঙ্গা নদীর মূল প্রবাহের গতিপথই বদলে দিয়েছে। যদিও নদীটির গতিপথ বদলে যাওয়া অংশটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১০ মাইল (১৮০ কিলোমিটার) দূরে ছিল।
আকস্মিকভাবে নদীর গতিপথ বদলে যাওয়ার এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘অ্যাভালশন’। গবেষকেরা ইতিপূর্বে এ ধরনের বেশ কিছু অ্যাভালশন শনাক্ত করেছেন। কিন্তু গঙ্গার গতিপথ বদলে যাওয়ার মতো এত বড় অ্যাভালশন আর কোথাও দেখা যায়নি বলে জানিয়েছেন নতুন গবেষণার সহ লেখক এবং কলম্বিয়ার ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষণা অধ্যাপক মাইকেল স্টেকলার।
গঙ্গা পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি। প্রায় আড়াই হাজার কিলোমিটার এলাকাজুড়ে এটি প্রবাহিত হয়েছে। হিমালয় থেকে শুরু হয়ে নদীটি ভারত ও চীনের সীমান্ত এবং পরে ভারতের মধ্য দিয়ে পূর্ব দিকে বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদীটি ব্রহ্মপুত্র এবং মেঘনা সহ অন্যান্য প্রধান নদীর সঙ্গে মিলিত হয়ে পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে মিলেছে।
স্টেকলার জানান, বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নামে প্রবাহিত গঙ্গা নিজে নিজেই গতিপথ পরিবর্তন করছে। এক পাড় ভেঙে অন্য পাড়ের তলদেশে পলি জমে এই পরিবর্তন বছরের পর বছর ধরে খুব ধীরে ধীরে হয়ে থাকে। কিন্তু একটি ভূমিকম্প এই ধরনের একটি বড় পরিবর্তন মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারে।
গবেষণাটির প্রধান লেখক লিজ চেম্বারলেইন নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের একজন ভূ-প্রাণীবিদ এবং সহকারী অধ্যাপক। তাঁর বিবৃতি অনুসারে স্যাটেলাইট চিত্র থেকেই বিজ্ঞানীরা আড়াই হাজার বছর আগের ওই ভূমিকম্পের সূত্র পেয়েছিলেন। চেম্বারলেইন এবং তার সহকর্মীরা পরে ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে পদ্মার সমান্তরালে প্রবাহিত একটি পুরোনো নদীর চিহ্ন দেখতে পান। প্রমাণ সংগ্রহের জন্য গবেষকেরা পরে সেই অঞ্চলটি আরও ভালো করে অন্বেষণ করেন। এ সময় তাঁরা অঞ্চলটির বিভিন্ন স্থানে কর্দমাক্ত মাটির মধ্য দিয়ে বালি প্রবাহের নমুনা খুঁজে পান। তাঁরা ওই নমুনাগুলোকে সিসমাইট হিসাবে চিহ্নিত করেন।
বালি এবং কাদার রাসায়নিক বিশ্লেষণ থেকেই আড়াই হাজার বছর আগের ভূমিকম্পটির সম্পর্কে ধারণা পান গবেষকেরা। তাঁরা বলছেন, ৭ দশমিক ৫ কিংবা ৮ মাত্রার এ ধরনের একটি ভূমিকম্প ১৪ কোটি মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে।
আরও খবর পড়ুন:
নতুন একটি গবেষণা দেখা গেছে, আড়াই হাজার বছর আগে আনুমানিক ৭ দশমিক ৫ কিংবা ৮ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতীয় উপমহাদেশ। প্রলয়ংকরী ওই ভূমিকম্পে বাংলাদেশের পদ্মা নদীর উৎস হিসেবে পরিচিত ভারতীয় গঙ্গা নদীর গতিপথই বদলে গিয়েছিল।
স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ওই ভূমিকম্পটি এত দিন বিজ্ঞানের কাছে অজানা ছিল। কিন্তু গবেষকেরা সেই ভূমিকম্পের বিপুল শক্তির চিহ্ন খুঁজে পেয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার আশপাশের অঞ্চলেই। নেচার কমিউনিকেশন জার্নালে সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি গঙ্গা নদীর মূল প্রবাহের গতিপথই বদলে দিয়েছে। যদিও নদীটির গতিপথ বদলে যাওয়া অংশটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১০ মাইল (১৮০ কিলোমিটার) দূরে ছিল।
আকস্মিকভাবে নদীর গতিপথ বদলে যাওয়ার এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘অ্যাভালশন’। গবেষকেরা ইতিপূর্বে এ ধরনের বেশ কিছু অ্যাভালশন শনাক্ত করেছেন। কিন্তু গঙ্গার গতিপথ বদলে যাওয়ার মতো এত বড় অ্যাভালশন আর কোথাও দেখা যায়নি বলে জানিয়েছেন নতুন গবেষণার সহ লেখক এবং কলম্বিয়ার ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষণা অধ্যাপক মাইকেল স্টেকলার।
গঙ্গা পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি। প্রায় আড়াই হাজার কিলোমিটার এলাকাজুড়ে এটি প্রবাহিত হয়েছে। হিমালয় থেকে শুরু হয়ে নদীটি ভারত ও চীনের সীমান্ত এবং পরে ভারতের মধ্য দিয়ে পূর্ব দিকে বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদীটি ব্রহ্মপুত্র এবং মেঘনা সহ অন্যান্য প্রধান নদীর সঙ্গে মিলিত হয়ে পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে মিলেছে।
স্টেকলার জানান, বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নামে প্রবাহিত গঙ্গা নিজে নিজেই গতিপথ পরিবর্তন করছে। এক পাড় ভেঙে অন্য পাড়ের তলদেশে পলি জমে এই পরিবর্তন বছরের পর বছর ধরে খুব ধীরে ধীরে হয়ে থাকে। কিন্তু একটি ভূমিকম্প এই ধরনের একটি বড় পরিবর্তন মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারে।
গবেষণাটির প্রধান লেখক লিজ চেম্বারলেইন নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের একজন ভূ-প্রাণীবিদ এবং সহকারী অধ্যাপক। তাঁর বিবৃতি অনুসারে স্যাটেলাইট চিত্র থেকেই বিজ্ঞানীরা আড়াই হাজার বছর আগের ওই ভূমিকম্পের সূত্র পেয়েছিলেন। চেম্বারলেইন এবং তার সহকর্মীরা পরে ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে পদ্মার সমান্তরালে প্রবাহিত একটি পুরোনো নদীর চিহ্ন দেখতে পান। প্রমাণ সংগ্রহের জন্য গবেষকেরা পরে সেই অঞ্চলটি আরও ভালো করে অন্বেষণ করেন। এ সময় তাঁরা অঞ্চলটির বিভিন্ন স্থানে কর্দমাক্ত মাটির মধ্য দিয়ে বালি প্রবাহের নমুনা খুঁজে পান। তাঁরা ওই নমুনাগুলোকে সিসমাইট হিসাবে চিহ্নিত করেন।
বালি এবং কাদার রাসায়নিক বিশ্লেষণ থেকেই আড়াই হাজার বছর আগের ভূমিকম্পটির সম্পর্কে ধারণা পান গবেষকেরা। তাঁরা বলছেন, ৭ দশমিক ৫ কিংবা ৮ মাত্রার এ ধরনের একটি ভূমিকম্প ১৪ কোটি মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে।
আরও খবর পড়ুন:
আপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
১২ ঘণ্টা আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
১৩ ঘণ্টা আগেমানুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মানসিক সমর্থন দেয় পোষা কুকুর। এমনটাই বলছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা। আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্ট–এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ তাদের কুকুরকে শুধুমাত্র ‘পোষা প্রাণী’ হিসেবে নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু, সন্তানের মতো আদরের...
৩ দিন আগেপূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার উপকূলীয় অঞ্চলে নতুন মশার প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার ম্যালেরিয়া পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ দিন আগে