Ajker Patrika

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শরীফুল-সাকিবদের সামনে যত বাধা

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শরীফুল-সাকিবদের সামনে যত বাধা

নিজেদের ভুলেই যে জটিল সমীকরণে পড়ল বাংলা টাইগার্স মিসিসাউগা। শেষের দিকে এসে পা হড়কানো, বৈরি আবহাওয়া—সব কিছুই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফাইনালে উঠতেই এখন অনেক হিসেব মেলাতে হবে সাকিব আল হাসান-শরীফুল ইসলামদের। 

ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে হওয়ার কথা ছিল বাংলা টাইগার্স ও ব্রাম্পটন উলভস ম্যাচ। ফল তো দূরে থাক, বৃষ্টির কারণে ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেননি। একই মাঠে অপর ম্যাচে সারে জাগুয়ার্স ও মন্ট্রিয়ল টাইগার্স খেলতেও নেমেছিল। বৃষ্টির বাগড়া অব্যহত থেকেছে এই ম্যাচেও। 

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে সারে জাগুয়ার্স ২ ওভারে ২ উইকেট হারিয়ে করে ১২ রান। মাত্র ২ ওভারেই শেষ সারে-মন্ট্রিয়ল ম্যাচ। 

বৃষ্টির বাগড়ায় গতকাল দুটি ম্যাচ পন্ড হওয়ায় কানাডা লিগের পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলেছে। ১০ ও ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে মন্ট্রিয়ল টাইগার্স ও ব্রাম্পটন উলভস। ব্রাম্পটনের সিএএ সেন্টারে পরশু প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মন্ট্রিয়ল-ব্রাম্পটন। ব্রাম্পটনের সমান ৯ পয়েন্ট পেলেও বাংলা টাইগার্স তিনে থেকে লিগ পর্ব শেষ করেছে। কারণ ব্রাম্পটন ও বাংলা টাইগার্সের নেট রানরেট ‍+ ০.৭৭১ ও-০.৫০৪। ৭ পয়েন্ট নিয়ে চারে থেকে লিগ পর্ব শেষ করল টরন্টো ন্যাশনালস। ব্রাম্পটনে পরশু এলিমিনেটরে টরন্টোর মুখোমুখি হবে বাংলা টাইগার্স ও টরন্টো। ৪ ও ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয় নম্বরে থেকে লিগ পর্ব থেকে ছিটকে গেল সারে জাগুয়ার্স ও ভ্যাঙ্কুভার নাইটস। 

চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলা টাইগার্স আক্ষরিক অর্থেই খেলবে নকআউট পর্ব। এখনো তিনটি ধাপ অতিক্রম করতে হবে শিরোপা জিততে হলে। কারণ এলিমিনেটরে হারলেই গল্প শেষ শরীফুল-সাকিবদের। এলিমিনেটর বাধা পেরোনোর পর তাঁদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে সরাসরি ফাইনালের টিকিট কাটবে প্রথম কোয়ালিফায়ারজয়ী দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলেই ফাইনালের টিকিট কাটবে বাংলা টাইগার্স। 

ব্রাম্পটনে গত রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ম্যাচ হলেই যে বাংলা টাইগার্স প্রথম কোয়ালিফায়ারের টিকিট কাটত, ব্যাপারটা তেমন নয়। শরীফুল-সাকিবদের তখন মেলাতে হতো নেট রানরেটের সমীকরণ। প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে না পারার দায় রয়েছে বাংলা টাইগার্সেরও। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেন শরীফুল-সাকিবরা। তারপর টানা তিন ম্যাচ জেতে বাংলা টাইগার্স। হ্যাটট্রিকের পর দলটি বড় ধাক্কা খায় ব্রাম্পটনের কাছে ৮ উইকেটে হেরে। বাংলা টাইগার্সের দেওয়া ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাম্পটন ৫২ বল হাতে রেখেই জিতে যায় ৮ উইকেটে। পরের ম্যাচে সারে জাগুয়ার্স মামুলি লক্ষ্য দিলেও (১৮ ওভারে ১০৯ রান) তাতে রীতিমতো ঘাম ছুটে যায় বাংলা টাইগার্সের। 

শরীফুল ছন্দে থাকলেও সাকিবের ব্যর্থতা চলছেই। সারে জাগুয়ার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়া ছাড়া বলার মতো কিছু নেই সাকিবের। মাত্র দুই ম্যাচে দুই অঙ্ক (২৪ ও ৩৬ রান) ছুঁতে পেরেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। শরীফুল, সাকিব দুই বাংলাদেশিই পেয়েছেন ৭টি করে উইকেট। সাকিব তুলনামূলক খরুচে বোলিং করেছেন। শরীফুল ও সাকিবের ইকোনমি ৫.১৭ ও ৫.৭৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সহকর্মীদের গালি দিয়ে শাস্তি পেলেন এসপি হাসান নাহিদ

স্কাউটসের অনুষ্ঠানে ‘জয় বাংলা বাংলার জয়’ গান, বেরিয়ে গেলেন ক্ষুব্ধ অতিথিরা

চোখের পাতার কাঁপুনি: কারণ, সতর্কতা ও করণীয়

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীকে খুঁজছে পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত