Ajker Patrika

নির্বাচনের জন্য এত প্রস্তুতি লাগবে কেন, প্রশ্ন দুদুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২১: ০৮
নির্বাচনের জন্য এত প্রস্তুতি লাগবে কেন, প্রশ্ন দুদুর

নির্বাচনের জন্য এত প্রস্তুতি লাগবে কেন প্রশ্ন তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘একটা নির্বাচন দেন। কিসের পুলিশ, কিসের প্রশাসন? এসব বাহানা আমাদের বাদ দিতে হবে। যে জাতি বিনা অস্ত্রে একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে, নির্বাচনের জন্য এত প্রস্তুতি লাগবে কেন? আপনারা মানুষকে ছোট করে দেখবেন না। নির্বাচন দেন, নির্বাচন কীভাবে করতে হয়, দেশের জনগণ জানে।’ 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে রক্ষা করার আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি। 

শামসুজ্জামান দুদু বলেন, ‘এই দেশ স্বাধীন করতে এক সাগর রক্ত দিয়েছে দেশের মানুষ। এ রকম রক্ত পূর্ব এশিয়ার কোনো জাতি দেয়নি, বিশ্বের অন্য কোনো জাতি দিয়েছে কি না আমার জানা নেই। সেই দেশে ৫২ বছর পরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলতে হবে—এটা বড়ই ট্র্যাজেডি। এর থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে ভোটের অধিকার দিতে হবে। নির্বাচন করার ক্ষমতা দিতে হবে।’ 

অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সমর্থন করেছি, এ দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। সহযোগিতা করার জন্য উন্মুখ হয়ে আছে। এ সরকারে যাঁরা আছেন, তাঁরা হয়তো রাজনীতি করে নাই। কিন্তু তাঁরা জ্ঞানী। তাঁদের বুঝতে হবে। কারণ, বুঝেশুনেই তাঁরা ক্ষমতা নিয়েছেন। তাঁদের মতো জানাশোনা লোক বাংলাদেশে কমই আছে। রাজনীতি বুঝতে হবে। যদি না বোঝেন, তাহলে আমাদের কাছে আসুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত