উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি ও উচ্চ সরকারি ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট শিগগিরই কাটছে না। বিশেষ করে সাধারণ মানুষকে জিনিসপত্রের উচ্চমূল্যের যন্ত্রণা আরও কিছুদিন সহ্য করতে হবে। এমনটাই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
গতকাল সোমবার তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হচ্ছে। ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি।
এদিন ব্রেটন উডস কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন আইএমএফের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির কারণে আমরা সবাই যে কষ্ট সহ্য করছি, তা দীর্ঘমেয়াদি হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বের বহু মানুষই ক্ষুব্ধ হচ্ছে। আমরা আসলে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের এই নির্মম সমন্বয়ের মুখোমুখি হয়েছি।’
উল্লেখ্য, ব্রেটন উডস সম্মেলন, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন নামে পরিচিত। প্রথম সম্মেলনে ৪৪টি মিত্র দেশের ৭৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আইএমএফ কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বৈশ্বিক অর্থনীতি মোটামুটি ভালোভাবে কাজ করছে। তবে উদ্বেগ রয়েই গেছে। বাণিজ্যের প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় সামান্য ধীরগতিতে বাড়ছে।
আইএমএফ আজ মঙ্গলবার তাদের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করবে। যদিও জর্জিয়েভা তাঁর বক্তৃতায় নির্দিষ্টভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, প্রবৃদ্ধি ৩ শতাংশের ওপরে থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
আইএমএফ ২০২৪ সালের বৈশ্বিক প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৫ সালের জন্য ৩ দশমিক ৩ শতাংশ।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, জলবায়ু ঝুঁকির কারণে কিছু দেশের অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের এই বার্ষিক বৈঠক গতকাল সোমবার শুরু হয়েছে। সম্মেলনে ১০ হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যার মধ্যে থাকবেন—অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ানোর উপায়, ঋণসংকট মোকাবিলা এবং সবুজ জ্বালানি রূপান্তরের জন্য অর্থায়ন।
উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি ও উচ্চ সরকারি ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট শিগগিরই কাটছে না। বিশেষ করে সাধারণ মানুষকে জিনিসপত্রের উচ্চমূল্যের যন্ত্রণা আরও কিছুদিন সহ্য করতে হবে। এমনটাই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
গতকাল সোমবার তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হচ্ছে। ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি।
এদিন ব্রেটন উডস কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন আইএমএফের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির কারণে আমরা সবাই যে কষ্ট সহ্য করছি, তা দীর্ঘমেয়াদি হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বের বহু মানুষই ক্ষুব্ধ হচ্ছে। আমরা আসলে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের এই নির্মম সমন্বয়ের মুখোমুখি হয়েছি।’
উল্লেখ্য, ব্রেটন উডস সম্মেলন, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন নামে পরিচিত। প্রথম সম্মেলনে ৪৪টি মিত্র দেশের ৭৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আইএমএফ কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বৈশ্বিক অর্থনীতি মোটামুটি ভালোভাবে কাজ করছে। তবে উদ্বেগ রয়েই গেছে। বাণিজ্যের প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় সামান্য ধীরগতিতে বাড়ছে।
আইএমএফ আজ মঙ্গলবার তাদের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করবে। যদিও জর্জিয়েভা তাঁর বক্তৃতায় নির্দিষ্টভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, প্রবৃদ্ধি ৩ শতাংশের ওপরে থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
আইএমএফ ২০২৪ সালের বৈশ্বিক প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৫ সালের জন্য ৩ দশমিক ৩ শতাংশ।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, জলবায়ু ঝুঁকির কারণে কিছু দেশের অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের এই বার্ষিক বৈঠক গতকাল সোমবার শুরু হয়েছে। সম্মেলনে ১০ হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যার মধ্যে থাকবেন—অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ানোর উপায়, ঋণসংকট মোকাবিলা এবং সবুজ জ্বালানি রূপান্তরের জন্য অর্থায়ন।
জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছে বর্তমান ‘জেন-জি’ তথা জেড-জেনারেশনের আগের মিলেনিয়াল জেনারেশন। তাঁদের অনেকেই তরুণ অবস্থায় ২০০৮ সালের ভয়াবহ আর্থিক মন্দার সম্মুখীন হয়েছেন। আজকের দিনেও তাঁরা বাড়ি কেনা কিংবা শিক্ষাঋণ শোধের মতো বিষয়গুলো নিয়ে সংগ্রাম করছেন।
১২ মিনিট আগেমোবাইল ফোনের কয়েকটি ট্যাপেই এখন বিদ্যুৎ বিল দেওয়া যায়, গ্রামে মায়ের হাতে টাকা পৌঁছে যায়, শহরের দোকানে কেনাকাটা করা যায়—সবকিছুই সহজ হয়ে গেছে মোবাইল ব্যাংকিংয়ের কারণে। নগদ টাকা হাতে রাখার প্রয়োজন কমে আসছে, ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ।
১১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর ফলে দেশে ব্যবসায়িক পরিবেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা (এসএমই) বলছেন, আইনশৃঙ্খলার অবনতি, ব্যবসায়িক হয়রানি...
১৮ ঘণ্টা আগেজমে উঠেছে বিজিএমইএ নির্বাচন। আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এ উপলক্ষে গতকাল শনিবার উত্তরার কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রধান প্যানেল—‘সম্মিলিত পরিষদ’ ও ‘সম্মিলিত ফোরাম’-এর প্রার্থীরা।
১৮ ঘণ্টা আগে