বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতিতে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ। এর ফলে, যেসব যাত্রী ঢাকা থেকে, বিশেষ করে কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সুবিধার্থে বাস সেবা চালু করেছে বিআরটিসি। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকেও বিআরটিসি একই ধরনের সেবা দিচ্ছে।
বিআরটিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এর পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেনের টিকিট ব্যবহার করে বিআরটিসি বাসযোগে অনেকেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের বিকল্প যাতায়াতের জন্য উপদেষ্টা ও সচিব বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। তবে বিআরটিসি বাসের মান সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে যতটুকু তথ্য আছে দূর পাল্লার বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে।’
একইভাবে, কুমিল্লা থেকেও বিআরটিসি বাসযোগে ট্রেনের অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে যারা সিলেট যাওয়ার জন্য পাহাড়িকা ট্রেনের টিকিট ক্রয় করেছিলেন, তারা বাসে সিলেট যেতে পারবেন। এরই মধ্যে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। আবার অনেকেই বিষয়টি জানেন না বলে, অতিরিক্ত বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।
মিজানুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘আমি সিলেটের যাত্রী। স্টেশনে এসে ট্রেন বন্ধ দেখে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাস যাওয়ার কথা জানান। তখন আমরা অনেকেই ট্রেনের টিকিট দিয়ে বাসে যাচ্ছি।’
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ মো. আনোয়ার হোসেন বলেন, ‘যারা স্টেশনের টিকিট রিফান্ড করতে আসছেন তারাই বিষয়টি জানতে পারছেন। যাদের কাছে টিকিট আছে তারা চাইলে বিআরটিসি বাসের সেবাটি ব্যবহার করে যেতে পারবেন।’ তিনি আরও জানান, ‘আজ মঙ্গলবার বিকেল তিনটায় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের যেসব যাত্রীরা টিকিট রিফান্ড করতে আসবেন তারা চাইলে বাসের সেবাটি ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতিতে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ। এর ফলে, যেসব যাত্রী ঢাকা থেকে, বিশেষ করে কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সুবিধার্থে বাস সেবা চালু করেছে বিআরটিসি। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকেও বিআরটিসি একই ধরনের সেবা দিচ্ছে।
বিআরটিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এর পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেনের টিকিট ব্যবহার করে বিআরটিসি বাসযোগে অনেকেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের বিকল্প যাতায়াতের জন্য উপদেষ্টা ও সচিব বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। তবে বিআরটিসি বাসের মান সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে যতটুকু তথ্য আছে দূর পাল্লার বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে।’
একইভাবে, কুমিল্লা থেকেও বিআরটিসি বাসযোগে ট্রেনের অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে যারা সিলেট যাওয়ার জন্য পাহাড়িকা ট্রেনের টিকিট ক্রয় করেছিলেন, তারা বাসে সিলেট যেতে পারবেন। এরই মধ্যে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। আবার অনেকেই বিষয়টি জানেন না বলে, অতিরিক্ত বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।
মিজানুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘আমি সিলেটের যাত্রী। স্টেশনে এসে ট্রেন বন্ধ দেখে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাস যাওয়ার কথা জানান। তখন আমরা অনেকেই ট্রেনের টিকিট দিয়ে বাসে যাচ্ছি।’
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ মো. আনোয়ার হোসেন বলেন, ‘যারা স্টেশনের টিকিট রিফান্ড করতে আসছেন তারাই বিষয়টি জানতে পারছেন। যাদের কাছে টিকিট আছে তারা চাইলে বিআরটিসি বাসের সেবাটি ব্যবহার করে যেতে পারবেন।’ তিনি আরও জানান, ‘আজ মঙ্গলবার বিকেল তিনটায় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের যেসব যাত্রীরা টিকিট রিফান্ড করতে আসবেন তারা চাইলে বাসের সেবাটি ব্যবহার করতে পারবেন।
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে কুষ্টিয়া শহরের বাড়ির সীমানাপ্রাচীরের বাইরে থেকে গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব
১৪ মিনিট আগেআজ বুধবার দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
২৩ মিনিট আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আবার পিছিয়ে ১৭ এপ্রিল ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে রায়ের তারিখ তিন দফা পেছানো হলো।
৪০ মিনিট আগেচিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা। ভোলা সদরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২০১৯ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই ১০০
১ ঘণ্টা আগে