Ajker Patrika

ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৪
নিখোঁজ যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: সংগৃহীত
নিখোঁজ যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। স্পিডবোট ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য জানিয়েছেন।

নিহত ব্যক্তি হলেন জালিস মাহমুদ (৫০)। তিনি ভোলার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এইচআর বিভাগে চাকরি করতেন। আহত ব্যক্তি ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

নৌ থানার ওসি সনাতন চন্দ্র জানান, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পিডবোটটি। চরমোনাই এলাকাসংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ছয়জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মধ্য থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া তীরে উঠে আসা যাত্রীদের একজন আহত থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত