Ajker Patrika

মন্দির ও এতিমখানায় বিতরণের ২ টন চাল মিলল মুদি দোকানে

ভোলা প্রতিনিধি
মন্দির ও এতিমখানায় বিতরণের ২ টন চাল মিলল মুদি দোকানে

ভোলার বোরহানউদ্দিনে মন্দিরের ভক্ত ও এতিমখানার ছাত্রদের মধ্যে বিনা মূল্যে বিতরণের চাল মিলল মুদি দোকানে। গতকাল বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার রানিগঞ্জ বাজারের একটি দোকান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এমরান জাহিদ খান ওই দোকানে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমরান জাহিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলার কাচিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ভক্ত ও এতিম ছাত্রদের বিনা মূল্যে বিতরণের জন্য ভোলা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলের বরাদ্দ করা মানবিক সহায়তার কর্মসূচির ২ টন চাল পাওয়া গেছে উপজেলার কুতুবা ইউনিয়নের রানিগঞ্জ বাজারের সাজাহান শিকদারের দোকানে। 

এমরান জাহিদ খান জানান, সরকারি চাল যার অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং যে কিনেছেন দুজনের বিরুদ্ধেই মামলা করা হবে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

দোকান মালিক শাজাহান সিকদার বলেন, ‘মন্দিরের এক ব্যক্তির কাছ থেকে দুই টন চাল কিনেছি। টন প্রতি দাম ৪০ হাজার টাকা। 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাজারটিতে জড়ো হতে থাকেন স্থানীয়রা। সরকারের বরাদ্দ করা মানবিক সহায়তার চাল বিক্রি করায় দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত