মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে এক আওয়ামী লীগ নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার অজ্ঞাতদের আসামি করে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কাজীর গোয়াল ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খামারের চারটি গরু আগুনে দগ্ধ হয়।
আবুল কালাম কাজী জানান, মঙ্গলবার দিবাগত রাতে পোড়া গন্ধে ঘুম ভেঙে গেলে দেখেন খামারের গোয়াল ঘরে আগুন জ্বলছে। ওই সময় তিন ব্যক্তিকে খামার থেকে দৌড়ে পালিয়ে যান। পরে দ্রুত গোয়াল ঘরে গিয়ে গরু বের করার চেষ্টা করেন।
এর মধ্যে চারটি গরু আগুনে দগ্ধ হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে কেউ গোয়াল ঘরে আগুন দিয়ে থাকতে পারেন বলে জানান তিনি।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে এক আওয়ামী লীগ নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার অজ্ঞাতদের আসামি করে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কাজীর গোয়াল ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খামারের চারটি গরু আগুনে দগ্ধ হয়।
আবুল কালাম কাজী জানান, মঙ্গলবার দিবাগত রাতে পোড়া গন্ধে ঘুম ভেঙে গেলে দেখেন খামারের গোয়াল ঘরে আগুন জ্বলছে। ওই সময় তিন ব্যক্তিকে খামার থেকে দৌড়ে পালিয়ে যান। পরে দ্রুত গোয়াল ঘরে গিয়ে গরু বের করার চেষ্টা করেন।
এর মধ্যে চারটি গরু আগুনে দগ্ধ হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে কেউ গোয়াল ঘরে আগুন দিয়ে থাকতে পারেন বলে জানান তিনি।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৭ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
২০ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে