মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পারের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলোঘর এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়নি। এতে করে ৭ শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ভেদুরিয়ায় মিটার রিডিং নিয়ে বিতণ্ডার জেরে এক গ্রাহক ও তাঁর লোকজন বিদ্যুৎ কার্যালয়ের ছয়জনকে আহত করেন। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবং কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া।
ছত্রিশ ভেদুরিয়া গ্রামের আব্দুল খালেক ব্যাপারী জানান, জয়ন্তী নদীর কারণে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিস তাঁদের এলাকায় বিদ্যুৎ লাইন দিতে পারেনি। এখানে গোসাইরহাট জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ দেওয়া হচ্ছে। লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য গত মঙ্গলবার সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। দুপুরে হামলার ঘটনার পর সেই লাইন আর চালু করা হয়নি।
ডিজিএম মতিন বলেন, সাধারণ মানুষের সঙ্গেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হয়। কোনো এলাকায় নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কর্মীরা সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবেন না। ওই এলাকার গ্রাহকেরা উদ্যোগ নিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ও বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পারের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলোঘর এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়নি। এতে করে ৭ শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ভেদুরিয়ায় মিটার রিডিং নিয়ে বিতণ্ডার জেরে এক গ্রাহক ও তাঁর লোকজন বিদ্যুৎ কার্যালয়ের ছয়জনকে আহত করেন। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবং কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া।
ছত্রিশ ভেদুরিয়া গ্রামের আব্দুল খালেক ব্যাপারী জানান, জয়ন্তী নদীর কারণে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিস তাঁদের এলাকায় বিদ্যুৎ লাইন দিতে পারেনি। এখানে গোসাইরহাট জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ দেওয়া হচ্ছে। লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য গত মঙ্গলবার সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। দুপুরে হামলার ঘটনার পর সেই লাইন আর চালু করা হয়নি।
ডিজিএম মতিন বলেন, সাধারণ মানুষের সঙ্গেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হয়। কোনো এলাকায় নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কর্মীরা সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবেন না। ওই এলাকার গ্রাহকেরা উদ্যোগ নিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ও বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরছে। তাতে দেখা যাচ্ছে কবি রফিক আজাদের ছবি সংবলিত বাড়ি। যেখানে তিনি ২৯ বছর ধরে বাস করেছেন। দারুণ সব কবিতা লিখেছেন। আছে তাঁর দিনযাপনের স্মৃতি। সেই বাড়িটির পাশের একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
২ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ৫ বছর এবং ৫ স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন।
৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
১৫ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন।
২১ মিনিট আগে