মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পারের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলোঘর এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়নি। এতে করে ৭ শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ভেদুরিয়ায় মিটার রিডিং নিয়ে বিতণ্ডার জেরে এক গ্রাহক ও তাঁর লোকজন বিদ্যুৎ কার্যালয়ের ছয়জনকে আহত করেন। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবং কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া।

ছত্রিশ ভেদুরিয়া গ্রামের আব্দুল খালেক ব্যাপারী জানান, জয়ন্তী নদীর কারণে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিস তাঁদের এলাকায় বিদ্যুৎ লাইন দিতে পারেনি। এখানে গোসাইরহাট জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ দেওয়া হচ্ছে। লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য গত মঙ্গলবার সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। দুপুরে হামলার ঘটনার পর সেই লাইন আর চালু করা হয়নি।

ডিজিএম মতিন বলেন, সাধারণ মানুষের সঙ্গেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হয়। কোনো এলাকায় নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কর্মীরা সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবেন না। ওই এলাকার গ্রাহকেরা উদ্যোগ নিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ও বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত