Ajker Patrika

জাল টাকার কারবারিকে ১৪ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
জাল টাকার কারবারিকে ১৪ বছরের কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাকির হোসেন হাওলাদার নামের একজন জাল টাকার কারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। সেই সঙ্গে বিচারক আসামিকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দন্তপ্রাপ্ত আসামি জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানা-পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা কেনা-বেচার সময়ে আসামি জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেওয়া তথ্যমতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত