Ajker Patrika

মসজিদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের ওপর হামলা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৫: ৫৩
হামলায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত
হামলায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মসজিদ কমিটির সভাপতিকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল ঈদের দিন কায়না গ্রামের মৃধাবাড়ি জামে মসজিদের কাছে গানের আয়োজন করেন প্লেনশিট ব্যবসায়ী এবং ওই মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ওরফে চুন্নু মৃধা। এ কারণে মুসল্লিরা চুন্নুকে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করেন। তাতে ক্ষুব্ধ চুন্নু চৌকিদার উজ্জ্বল, দফাদার জসিম, উজ্জ্বলের বাবা মজিবর, লিটন, দুলাল, কালামসহ ১০-১২ জনকে নিয়ে কাসেম আলীর বাড়ির সামনের রাস্তায় মুসল্লিদের ওপর হামলা চালান। হামলায় ইউসুফ মৃধা (৬০), নাসির উদ্দিন (৩৮) ও সোহরাব (৬০) গুরুতর আহত হন। তাঁদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।

তবে মাহাবুবুর রহমান চুন্নু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি একজন রোগী নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম। ঘটনার বিষয়ে আমি কিছু জানি না।’

চৌকিদার মো. উজ্জ্বল বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমি মারামারি করিনি।’

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত