ঝালকাঠি প্রতিনিধি
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি বাস টার্মিনালে অভিযান চালান সেনাসদস্যরা। অভিযোগের সত্যতা পেয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) মো. ইশতিয়াক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।
গাড়িতে থাকা একাধিক যাত্রী জানান, তাঁদের টিকিট সরবরাহ করা হলেও তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী মকবুল হোসেন জানান, আজ শনিবার সকালে কর্মস্থলে যোগদান করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ নিয়ে কথা হলে সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।’
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি বাস টার্মিনালে অভিযান চালান সেনাসদস্যরা। অভিযোগের সত্যতা পেয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) মো. ইশতিয়াক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।
গাড়িতে থাকা একাধিক যাত্রী জানান, তাঁদের টিকিট সরবরাহ করা হলেও তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী মকবুল হোসেন জানান, আজ শনিবার সকালে কর্মস্থলে যোগদান করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ নিয়ে কথা হলে সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।’
এবার বিএনপির নেতা–কর্মীদের হামলার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক মেহেদী হাসান খান বাবু। আজ বুধবার চুয়াডাঙ্গার জীবননগরের শাহাপুর পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এই সমন্বয়ক।
৪ মিনিট আগেশরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বুধবার শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর কার্যালয়ের ছয় সদস্যের একটি
৬ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছেন স্থানীয় লোকজন। আজ বুধবার দুপুরে এ কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশ নেন। ইটনার বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের অংশগ্রহণ ছিল বেশি।
৭ মিনিট আগেসমন্বয়ক পরিচয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি আব্দুর রহিমের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ভেতর লাঞ্ছিত করা হয়। আব্দুর রহিমের স্বাক্ষরিত পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘বর্তমানে
৩৬ মিনিট আগে