খান রফিক, বরিশাল
মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।
মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
২০ মিনিট আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৯ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
৯ ঘণ্টা আগে