পটুয়াখালী প্রতিনিধি
নিজ এলাকা (পটুয়াখালী-৩) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোন আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।’
আজ মঙ্গলবার জেলার গলাচিপা উপজেলা হাই স্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পুরোনো দল–পুরোনো নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।
গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চায় নতুন বাংলাদেশে চলবে না।’
গণঅধিকারের সভাপতি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভালো কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’
উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা দলের সহসভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. ফাহিম, সহসভাপতি আবু হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর এক চিঠিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গতকাল গতকাল রোববার বিষয়টি প্রকাশ্যে আসে।
নিজ এলাকা (পটুয়াখালী-৩) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোন আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।’
আজ মঙ্গলবার জেলার গলাচিপা উপজেলা হাই স্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পুরোনো দল–পুরোনো নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।
গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চায় নতুন বাংলাদেশে চলবে না।’
গণঅধিকারের সভাপতি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভালো কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’
উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা দলের সহসভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. ফাহিম, সহসভাপতি আবু হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর এক চিঠিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গতকাল গতকাল রোববার বিষয়টি প্রকাশ্যে আসে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।
৬ মিনিট আগেকর্ণফুলী চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি নলকূপ (টিউবওয়েল) থেকে পানি নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। জানা গেছে,
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে। আজ রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়ার উদ্বোধন করেন।
১৭ মিনিট আগে