নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের দায়িত্বে একজন সেনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত শেবাচিম হাসপাতালে এই প্রথম পরিচালক পদে সেনা কর্মকর্তা পদায়ন হলেন।
বরিশাল বিভাগের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। বিভাগের ৬ জেলা ছাড়াও মাদারীপুর ও চট্টগ্রামের সন্দ্বীপের একাংশের মানুষ সেখানে চিকিৎসা নিতে যান। কিন্তু চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিতে প্রতিষ্ঠানটির সেবার মান তলানিতে।
এর আগে আন্দোলনের মুখে শেবাচিম হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করেন। নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর আগামী রোববার যোগদান করতে পারেন বলে জানা গেছে।
সম্প্রতি নলছিটি থেকে চিকিৎসা নিতে আসা এক ছাত্রের মা মাহমুদা খানম বলেন, সরকারি হাসপাতালে সেবার চেয়ে টাকা গুনতে হয় বেশি। রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রলি নিয়ে যিনি আসেন তাকে টাকা দিতে হয়। এরপর বুয়া, ওয়ার্ডবয় সবাই টাকা চান। এমনকি ছাড়পত্র নেওয়ার সময়ও টাকা দিতে হয় ওয়ার্ডে দায়িত্বে থাকাদের। তিনি বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের সেবা বাড়ানোর জন্য সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু আজকের পত্রিকাকে বলেন, শেবাচিম হাসপাতালে গিয়ে জনসাধারণ সেবা পেতেন না। বহুদিন ধরে তাই একজন দক্ষ পরিচালকের প্রত্যাশা ছিল।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের দায়িত্বে একজন সেনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত শেবাচিম হাসপাতালে এই প্রথম পরিচালক পদে সেনা কর্মকর্তা পদায়ন হলেন।
বরিশাল বিভাগের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। বিভাগের ৬ জেলা ছাড়াও মাদারীপুর ও চট্টগ্রামের সন্দ্বীপের একাংশের মানুষ সেখানে চিকিৎসা নিতে যান। কিন্তু চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিতে প্রতিষ্ঠানটির সেবার মান তলানিতে।
এর আগে আন্দোলনের মুখে শেবাচিম হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করেন। নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর আগামী রোববার যোগদান করতে পারেন বলে জানা গেছে।
সম্প্রতি নলছিটি থেকে চিকিৎসা নিতে আসা এক ছাত্রের মা মাহমুদা খানম বলেন, সরকারি হাসপাতালে সেবার চেয়ে টাকা গুনতে হয় বেশি। রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রলি নিয়ে যিনি আসেন তাকে টাকা দিতে হয়। এরপর বুয়া, ওয়ার্ডবয় সবাই টাকা চান। এমনকি ছাড়পত্র নেওয়ার সময়ও টাকা দিতে হয় ওয়ার্ডে দায়িত্বে থাকাদের। তিনি বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের সেবা বাড়ানোর জন্য সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু আজকের পত্রিকাকে বলেন, শেবাচিম হাসপাতালে গিয়ে জনসাধারণ সেবা পেতেন না। বহুদিন ধরে তাই একজন দক্ষ পরিচালকের প্রত্যাশা ছিল।
নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে দেরুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে একটি কলেজের অধ্যক্ষ তিন মাস পর কর্মস্থলে যোগদান করা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগে৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমে
১ ঘণ্টা আগেকক্সবাজারের রামুতে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি অস্ত্রী, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও তিনটি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে