১৫ বছর পর রাঙ্গুনিয়ায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৮: ৩৯

১৫ বছর পর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনসুর আলী চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মুনশি মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া থানায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনসুর আলী দীর্ঘ ১৫ বছর পর আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে র‍্যাব-৭। পরে র‍্যাবের একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার সকালে উপজেলার উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে আটক করে। একইদিন সন্ধ্যার পর তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘তার বিরুদ্ধে পরোয়ানা ছিল। তাকে র‍্যাব-৭ আটক করার পর আমাদের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত