ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক, আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৫: ৫৬
Thumbnail image

এক ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার দিনব্যাপী এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুল কাইয়্যুম তালুকদার। তিনি বলেন, ‘আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ী নেতা সফিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ রয়েছে। তবে কাস্টমস, বন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপারসহ দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ 

জানা গেছে, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সফিকুল ইসলাম গতকাল রাত ১০টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোক করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে আজ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত