Ajker Patrika

চট্টগ্রামে তরমুজের বাজার: উৎপাদন খরচ ১০০ টাকা, বিক্রি ৩০০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩: ০২
চট্টগ্রামে তরমুজের বাজার: উৎপাদন খরচ ১০০ টাকা, বিক্রি ৩০০

চট্টগ্রামে তরমুজের উৎপাদন খরচ ১০০ টাকা হলেও সেগুলো আড়তে ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। গতকাল সোমবার নগরে তরমুজের পাইকারি বাজার ফিরিঙ্গিবাজারে অভিযান চালিয়ে এ তথ্য পায় জেলা প্রশাসন। এ সময় অস্বাভাবিক মূল্যে তরমুজ বিক্রি করায় আড়তমালিকদের চূড়ান্তভাবে সতর্ক করার পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কৃষক এবং আড়তমালিকের দেওয়া তথ্য অনুযায়ী হিসাব করে দেখা হয়, গড়ে প্রতি ১০০ তরমুজের উৎপাদন খরচ ১০ হাজার টাকার কাছাকাছি। সেখানে উৎপাদন পর্যায়েই তরমুজগুলো গড়ে ১৫ হাজার এবং পাইকারি পর্যায়ে ২০ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে ৩০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ লাভের বিধান রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত