Ajker Patrika

১৩৮ যাত্রী নিয়ে ৩ দিন আটকে থাকার পর শাহ আমানত ছাড়ল মাসকাটগামী ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩৮ যাত্রী নিয়ে ৩ দিন আটকে থাকার পর শাহ আমানত ছাড়ল মাসকাটগামী ফ্লাইট

তিন দিন আটকে থাকার পর অবশেষে মাসকাট যেতে পেরেছেন ওমান এয়ারওয়েজের ১৩৮ যাত্রী। উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ার তিন পর আজ রোববার বিকেল ৩টায় ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ অক্টোবর সকালে ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ায় ফ্লাইট স্থগিত করে কর্তৃপক্ষ। এতে ওই ফ্লাইটের ১৫৬ জন যাত্রীর মাসকাট যাওয়া আটকে যায়।

এ সম্পর্কে জানতে চাইলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ওমান এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ৬ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনে লিকেজ ধরা পড়ে, যে কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়। ওমান এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার এসে ত্রুটি সারানোর পর আজ বিকেল ৩টায় ফ্লাইটটি ছেড়ে যায়। ফ্লাইটে ১৩৮ জন যাত্রী ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত