মায়ের জানাজায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

আনোয়ারা বেগমের (৮২) জানাজার প্রস্তুতি চলছিল। এ সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁর ছেলে ইয়াছিন প্রধান (৬২)। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

ইয়াছিন প্রধান কৃষি কাজ করতেন। গতকাল রাত ৯টায় তাঁর জানাজা হয়। পরে মায়ের কবরের পাশে তাঁর লাশও দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুতে চার ভাই, তিন বোনসহ আত্মীয়স্বজন সবাই তাঁদের বাড়িতে আসেন। মায়ের মৃত্যুর পর থেকে কান্নাকাটি করছিলেন ইয়াছিন প্রধান। আসরের নামাজের পর তাঁর মায়ের জানাজার নামাজ হওয়ার আগেই স্ট্রোক করেন তিনি। সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন লাদেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দাদিকে খুব ভালোবাসতেন বাবা। সকালে দাদি মারা গেলে বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পর সবাই দাদির জানাজায় একত্র হয়। ওই মুহূর্তেই বাবা স্ট্রোক করেন।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খুবই কষ্টের। পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত