Ajker Patrika

চৌদ্দগ্রামে সোনার দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রীতি জুয়েলার্স। ছবি: আজকের পত্রিকা
প্রীতি জুয়েলার্স। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মিয়াবাজারের মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ডাকাতদল ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতেরা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়াবাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় স্থানীয় জনতা এক ডাকাতকে আটক শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে। অন্য ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আটক হওয়া ডাকাতের নাম প্রকাশ করা যাচ্ছে না।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো আজ শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোয় ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাঁকে গুলি করে সংঘবদ্ধ ডাকাতেরা।

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে শুনি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

প্রীত জুয়েলার্সের প্রোপ্রাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি চক্র ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এ ছাড়া একটি নোহা মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত