চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মিয়াবাজারের মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ডাকাতদল ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতেরা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়াবাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় স্থানীয় জনতা এক ডাকাতকে আটক শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে। অন্য ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আটক হওয়া ডাকাতের নাম প্রকাশ করা যাচ্ছে না।
মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো আজ শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোয় ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাঁকে গুলি করে সংঘবদ্ধ ডাকাতেরা।
ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে শুনি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রীত জুয়েলার্সের প্রোপ্রাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি চক্র ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এ ছাড়া একটি নোহা মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।
কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মিয়াবাজারের মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ডাকাতদল ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতেরা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়াবাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় স্থানীয় জনতা এক ডাকাতকে আটক শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে। অন্য ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আটক হওয়া ডাকাতের নাম প্রকাশ করা যাচ্ছে না।
মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো আজ শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোয় ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাঁকে গুলি করে সংঘবদ্ধ ডাকাতেরা।
ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে শুনি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রীত জুয়েলার্সের প্রোপ্রাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি চক্র ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এ ছাড়া একটি নোহা মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেরাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
৫ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
৬ ঘণ্টা আগে