Ajker Patrika

স্ত্রীকে হত্যার পর নিজের পেটে ছুড়ি চালালেন রিকশাচালক

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। পরে তাঁকে আটক করে চিকিৎসার জন্য প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম—লাকি বেগম (২৫)। তিনি সার পাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ও আহত মোস্তফা মোস্তফা মিয়ার (৪৫) স্ত্রী।

মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগৎপুর গ্রামের অটো রিকশাচালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। মতলব শাহারপাড় এলাকায় ভাড়া থাকতেন তাঁরা।

আহত অবস্থায় অভিযুক্ত মোস্তফা মিয়া দাবি করেন, তাঁর স্ত্রী মোবাইল ফোনে ভিডিও কলে অনৈতিক সম্পর্কে জড়িত। এ কারণে রাত এক দফা তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সকালে আবার বাগ্‌বিতণ্ডা শুরু হলে রাগে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে তিনি সেই ছুরি দিয়ে নিজের পেটেও আঘাত করেছেন।

প্রতিবেশী ও আহত মোস্তফা মিয়ার অভিযোগ, মোবাইল ফোনে কথা আসক্ত লাকী বেগম। তিনি পরকীয়া সম্পর্কে ছিলেন।

এ তলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। তাঁকে আটক করা হয়েছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত