চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির সাতজন। গতকাল সোমবার রাতে ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।
নিহত শাওন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিলে এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কার ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়, গাড়ি দুটির চালকসহ আহত হন সাতজন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির সাতজন। গতকাল সোমবার রাতে ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।
নিহত শাওন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিলে এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কার ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়, গাড়ি দুটির চালকসহ আহত হন সাতজন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
২ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
৩ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
৩ ঘণ্টা আগে