Ajker Patrika

চট্টগ্রামে ফ্ল্যাটে রোহিঙ্গা পরিবারের টাকা–স্বর্ণালংকার লুট, এএসআইসহ গ্রেপ্তার ৬

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় ভাড়া থাকত একটি ‘রোহিঙ্গা পরিবার’। সেই বাসায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী পাঁচজনকে আটক করে পুলিশে দেয়।

এদিকে ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়াকে ফাঁড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অপর পাঁচজন হলেন–চট্টগ্রামের স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া সোহেল রানা, তাঁর সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম ও মিজানুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লাল মিয়ার মেয়ে বিবি জান (৩৫) এবং পুত্রবধূ রোকসানা (২৫) ক্যাম্প থেকে পালিয়ে মাস দুয়েক আগে কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া নেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এএসআই ফারুক এবং সোহেল রানা, জয়নাল, আকবর, ফজলুল ও মিজানুরসহ কয়েকজন মাস্ক পরা লোক কেয়ারটেকার আবদুল আজিজের কাছে ভবনের মালিকসহ রোহিঙ্গাদের ফ্ল্যাটের বিষয়ে জানতে চান। পরে তাঁদের ফ্ল্যাটে নিয়ে গেলে ‘পুলিশের লোক’ এবং ‘সাংবাদিক’ পরিচয়ে তল্লাশি চালায়।

একপর্যায়ে তাঁরা আলমারির চাবি নিয়ে ৩৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় কেয়ারটেকার আজিজসহ এলাকাবাসী পাঁচজনকে আটক করে পুলিশে দেন। এরপর ফাঁড়ি থেকে এএসআই ফারুক মিয়াকে আটক করে পুলিশ। পরদিন গতকাল শুক্রবার ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন কেয়ারটেকার আজিজ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মূলত ডাকাতির পরিকল্পনা ছিল সাংবাদিক পরিচয় দেওয়া সোহেলের। তাঁর কাছেই রোহিঙ্গা ওই দুই নারীর বিষয়ে তথ্য ছিল। আর পুলিশ সদস্যসহ অন্যদের নিয়ে তল্লাশির নামে আতঙ্ক তৈরি করে এসব সম্পদ লুট করতে চেয়েছিলেন তাঁরা।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পুলিশ সদস্যকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ওই রোহিঙ্গা পরিবারটি ক্যাম্প থেকে কীভাবে পালাল, তা খতিয়ে দেখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের ফেরত পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত