রাউজানে আতশবাজির আগুনে পুড়ল ৫ বসতঘর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ০৫
Thumbnail image

চট্টগ্রামের রাউজানে আতশবাজির আগুনে পুড়ল পাঁচটি বসতঘর। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. ইউসুফ, মো. হারুন, মো. শফি, ফটোমেম্বার ও মো. গোলাপ। 
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুরা খেলাধুলায় ছিল। এ সময় তারা গ্যাসলাইট দিয়ে আতশবাজি ফোটায়। পরে আতশবাজি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে পাঁচটি বসতঘর পুড়ে যায়। আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বেলা দেড়টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’ 

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-কর্মকর্তা আব্দুল আল মামুন খান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। আগুন লাগার সঠিক কারণ এই মুহূর্তে জানাতে পারছি না। তবে পাঁচটি ঘর পুড়ে গেলেও আশপাশের বেশকিছু ঘর রক্ষা পেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত